WhatsApp-এর ব্রাউজার এক্সটেনশন, কীভাবে কাজ করবে এই নতুন ফিচার ?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp-এর এই নতুন ফিচার ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ফোনে কোড পাঠানো হবে।
WhatsApp Browser Extension: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp শুক্রবার লঞ্চ করেছে তাদের নতুন ফিচার ব্রাউজার এক্সটেনশন। এর মাধ্যমে কোড ভেরিফাই করা হবে। WhatsApp-এর এই ফিচার নিয়ে আসা হয়েছে দেখার জন্য যে নিজেদের সিস্টেমে WhatsApp ওয়েব অথেনটিক ভাবে ব্যবহার করা হচ্ছে কি না। অর্থাৎ WhatsApp এর মাধ্যমে দেখতে চায় যে নিজেদের WhatsApp অ্যাকাউন্ট সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না। যাদের WhatsApp অ্যাকাউন্ট তারাই WhatsApp ওয়েব ব্যবহার করছে কি না, তা জানার জন্য ব্যবহার করা হবে কোড।
WhatsApp-এর এই নতুন ফিচার ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ফোনে কোড পাঠানো হবে। এরপর সেই কোড যদি ভেরিফাই না করানো হয় WhatsApp ওয়েব ব্যবহার করার ক্ষেত্রে তাহলে আর ওপেন করা যাবে না WhatsApp ওয়েব। সেই সময় তিনটি মেসেজ দেখানো হবে।
নেটওয়ার্ক টাইম আউট -
advertisement
কোড পাঠানোর পরে তা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভেরিফাই করাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কোড ভেরিফাই না করাতে পারলে নেটওয়ার্ক টাইম আউট হয়ে যাবে। তখন আর সেই কোড দিয়ে কোনও কাজ হবে না। নেটওয়ার্ক টাইম আউট হয়ে যাওয়ার পর কোড ভেরিফাই এক্সটেনশন কমলা রঙের সার্কেল এবং কোশ্চেন মার্কে দেখা যাবে। এর ফলে বোঝা যাবে যে কোড ভেরিফাই করা হয়নি। এর ফলে খোলা যাবে না WhatsApp ওয়েব।
advertisement
আরও পড়ুন - এবার গোপন থাকবে প্রেম! সিক্রেট থাকবে কথোপকথোন ! জানুন কী ভাবে সম্ভব
পসিবল রিস্ক ডিটেকটেড -
নেটওয়ার্ক টাইম আউট হওয়ার পর আবার যদি কোড ভেরিফাই না হয় তাহলে বোঝা যাবে যে কোনও সমস্যা রয়েছে সেই WhatsApp অ্যাকাউন্টে। এই ক্ষেত্রেও কোড ভেরিফাই এক্সটেনশন ডিসপ্লে হবে কমলা রঙের সার্কেলে এবং দেখা যাবে কোশ্চেন মার্ক।
advertisement
ভ্যালিডেশন ফেলিওর -
কোড ভেরিফাই এক্সটেনশন যদি দেখে যে কোড পাঠানো হয়েছে, সেই কোড না ব্যবহার করে WhatsApp ওয়েব খোলার জন্য অন্য কোড ব্যবহার করা হচ্ছে তাহলে ভ্যালিডেশন ফেলিওর দেখাবে। এই ক্ষেত্রে কোড ভেরিফাই আইকন লাল হয়ে যাবে এবং দেখাতে থাকবে এক্সল্যামেশন মার্ক।
WhatsApp-এর এই নতুন ব্রাউজার এক্সটেনশন ফিচার নিয়ে আসার অন্যতম কারণ হল সুরক্ষা। WhatsApp ওয়েব ব্যবহারের ক্ষেত্রে যেন সুরক্ষা বজায় থাকে এবং অন্য কেউ যেন অন্যের WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার না করতে পারে তার জন্য নিয়ে আসা হয়েছে নতুন এই ফিচার। কোড ভেরিফাই এক্সটেনশনের মাধ্যমে সুরক্ষিত রাখা হবে WhatsApp অ্যাকাউন্ট।
Location :
First Published :
March 15, 2022 6:06 PM IST