WhatsApp Pay Cashback Offer: WhatsApp-এর মাধ্যমে করুন টাকার লেনদেন আর পেয়ে যান আকর্ষণীয় ক্যাশব্যাক

Last Updated:

WhatsApp Pay Cashback Offer: গ্রাহকরা বিভিন্ন কন্ট্যাক্ট নম্বরে সর্বোচ্চ তিনবার পেমেন্টের মাধ্যমে এই সুবিধে পাবেন।

WhatsApp Pay Cashback offer: এতদিন পর্যন্ত গ্রাহকরা WhatsApp-এর মাধ্যমে চ্যাটিং বা মিডিয়া ফাইল শেয়ার করতে পারতেন। এবার থেকে তাঁরা WhatsApp-এর মাধ্যমে পেমেন্টও করতে পারবেন। গ্রাহকরা বিভিন্ন কন্ট্যাক্ট নম্বরে সর্বোচ্চ তিনবার পেমেন্টের মাধ্যমে এই সুবিধে পাবেন। তবে তার জন্য গ্রাহকদের নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে।
সম্প্রতি WhatsApp FAQ পেজ মারফৎ জানিয়েছে, “আমরা কিছু বাছাই করা গ্রাহকদের মাধ্যমে WhatsApp ক্যাশ ব্যাকের প্রমোশন করছি। আপনাদের WhatsApp-এ যদি কোনও গিফট আইকন এসে থাকে তাহলে বুঝতে পারবেন আপনি এই অফারের জন্য এলিজিবল।” তবে গ্রাহকদের এটাও মনে রাখতে হবে, অফার উপলব্ধ হওয়ার নির্দিষ্ট সময় পর্যন্তই এটি সক্রিয় থাকবে এবং বিভিন্ন ব্যবহারকারীদের ক্ষেত্রে বিভিন্ন সময় তা প্রযোজ্য হতে পারে।
advertisement
কীভাবে পাওয়া যাবে ক্যাশ ব্যাক?
advertisement
নির্বাচিত গ্রাহকরা তাঁদের রেজিস্টার করা WhatsApp নম্বর থেকে অন্য রেজিস্টার করা নম্বরে পেমেন্ট করলে এই সুবিধে পাবেন। এ ক্ষেত্রে মিনিমাম অ্যামাউন্ট বলে কিছু থাকছে না।
কী কী যোগ্যতা থাকছে গ্রাহকদের জন্য?
১. গ্রাহকরা পেমেন্টের সময় পেমেন্ট সেকশনে একটি গিফট আইকন দেখতে পাবেন।
২. গ্রাহকদেরকে কমপক্ষে ৩০ দিন WhatsApp-এর গ্রাহক হতে হবে।
advertisement
৩. WhatsApp Business-এর ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়।
৪. গ্রাহকদের WhatsApp-এর রেজিস্টার্ড গ্রাহক হতে হবে। গ্রাহকদের সম্পূর্ণ ব্যাঙ্ক ডিটেইলস WhatsApp-এ উপলব্ধ থাকতে হবে।
৫. গ্রাহকরা যাঁদের টাকা পাঠাচ্ছেন তাঁদেরও রেজিস্টার্ড গ্রাহক হতে হবে। যদি না হন সে ক্ষেত্রে তাঁদের পেমেন্টের আগে রেজিস্ট্রেশনের আমন্ত্রণ জানানো যেতে পারে।
৬. গ্রাহকদের লেটেস্ট WhatsApp ভার্সন ব্যবহার করতে হবে।
advertisement
আরও পড়ুন - WhatsApp দিয়ে কী ভাবে ব্যবহার করবেন Digilocker? দেখে নিন এক নজরে
কোন কোন ক্ষেত্রে অফার প্রযোজ্য নয়?
১. যদি পেমেন্ট সেকশনে গিফট আইকনটি না দেখায়
২. QR কোডের মাধ্যমে পেমেন্ট
৩. কালেক্ট রিকোয়েস্টে পেমেন্ট
৪. UPI ID-র মাধ্যমে পেমেন্ট
৫. থার্ড পার্টি অনলাইন অ্যাপের মাধ্যমে WhatsApp-এ পেমেন্ট
advertisement
অ্যানড্রয়েডে অফার ব্যবহারের পদ্ধতি
১. WhatsApp থেকে মোর অপশন> পেমেন্ট> নিউ পেমেন্টে যেতে হবে
২. রেজিস্টার করা নির্দিষ্ট নম্বর সিলেক্ট করতে হবে
৩. অ্যামাউন্ট যোগ করতে হবে> নেক্সট> সেন্ড পেমেন্ট> UPI PIN দিতে হবে
advertisement
১. WhatsApp থেকে মোর অপশন> পেমেন্ট> নিউ পেমেন্টে যেতে হবে
২. যাকে পেমেন্ট করা হবে, সেই কন্ট্যাক্ট সিলেক্ট করতে হবে। রেজিস্টার্ড থাকলে পাশে গিফট আইকন দেখাবে, না দেখালে আগে রেজিস্ট্রেশনের ইনভাইট পাঠাতে হবে
৩. অ্যামাউন্ট যোগ করতে হবে> সেন্ড> নেক্সট> সেন্ড পেমেন্ট> UPI PIN দিতে হবে
৪. এছাড়া চ্যাট খুলে সেন্ড মানি> অ্যামাউন্ট যোগ> নেক্সট> সেন্ড পেমেন্ট> UPI PIN দিয়ে সরাসরিও পেমেন্ট করা যায়
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Pay Cashback Offer: WhatsApp-এর মাধ্যমে করুন টাকার লেনদেন আর পেয়ে যান আকর্ষণীয় ক্যাশব্যাক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement