WhatsApp New Privacy Features: কেউ জানতেই পারবে না আপনি আছেন না নেই! WhatsApp-এ আসছে ৩টি নতুন প্রাইভেসি ফিচার

Last Updated:

WhatsApp New Privacy Features: একগুচ্ছ নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, দেখে নিন কী কী সুবিধা পাবেন

WhatsApp New Privacy Features: বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে নিয়ে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। বিগত দিনে WhatsApp ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কয়েকটি নতুন ফিচার লঞ্চ করেছে। WhatsApp-এর এই সকল নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারেন। এছাড়াও WhatsApp-এর ইউজাররা নিঃশব্দে কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারেন। একই সঙ্গে, WhatsApp-এর ইউজাররা 'ভিউ ওয়ানস' ফিচারের মাধ্যমে কারও তাঁদের পাঠানো ইমেজের স্ক্রিনশট নেওয়া ব্লক করতে পারেন। WhatsApp-এর হেড উইল ক্যাথকার্ট এবং মার্ক জুকারবার্গ চলতি অগাস্ট মাসের ৯ তারিখে নতুন এই ফিচারের ঘোষণা করেছেন।
WhatsApp-এর অনলাইন স্ট্যাটাস হাইড করার উপায় -
WhatsApp-এর ইউজাররা এখন তাঁদের অনলাইন স্ট্যাটাস হাইড করে রাখতে পারেন। আগে WhatsApp ইউজাররা শুধু লাস্ট সিন হাইড করে রাখতে পারতেন। এছাড়াও WhatsApp-এর ইউজাররা এখন হাইড করে রাখতে পারেন অনলাইন ইন্ডিকেটর। সুতরাং এখন WhatsApp-এর ইউজাররা তাঁদের লাস্ট সিন অনলাইন স্ট্যাটাস সবার থেকে, অচেনা নম্বর থেকে, নির্দিষ্ট কোনও নম্বর থেকে অথবা সবার থেকেই হাইড করে রাখতে পারেন। এই ফিচারে নতুন একটি অপশন যোগ করা হয়েছে। সেটি হল, 'হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন।' লাস্ট সিন সেটিংয়ে দুটি অপশন রয়েছে এভরিওয়ান এবং সেম অ্যাজ লাস্ট সিন।
advertisement
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
WhatsApp-এর গ্রুপ থেকে নিঃশব্দে বেরিয়ে যাওয়ার উপায় -
WhatsApp-এর ইউজাররা নিঃশব্দে যে কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন। এখন আর WhatsApp-এ সেই গ্রুপে দেখানো হবে কোন ইউজার গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। এখন WhatsApp -র তরফে শুধু সেই গ্রুপের অ্যাডমিনের কাছে নোটিফিকেশন পাঠানো হবে সেই ইউজার WhatsApp গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। অর্থাৎ সেই গ্রুপের অন্যান্য ইউজাররা জানতে পারবেন না কে গ্রুপ থেকে চলে গিয়েছেন।
advertisement
ভিউ ওয়ানস মেসেজ ইউজারদের এমন মিডিয়া ফাইল সেন্ড করতে দেয় যা একজন একবারই দেখতে পারবেন। এখন আর WhatsApp-এর ইউজাররা সেই ফাইলের স্ক্রিনশট তুলতে পারবেন না। ইউজাররা যে সকল ইউজারদের ব্লক করে রাখবেন, তাঁরা আর সেই ফাইলের স্ক্রিনশট তুলতে পারবেন না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp New Privacy Features: কেউ জানতেই পারবে না আপনি আছেন না নেই! WhatsApp-এ আসছে ৩টি নতুন প্রাইভেসি ফিচার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement