WhatsApp New Feature: এবার কল শিডিউল-ও করা যাবে WhatsApp-এ; কাজ চলছে নতুন ফিচারের
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: এই ফিচার কার্যকর হয়ে গেলে ব্যবহারকারীরা তাদের গ্রুপ চ্যাটের মধ্যে ‘কল শিডিউল’ করতে পারবেন।
সারা বিশ্বে সব থেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp। গত বেশ কয়েক মাস ধরেই সংস্থা নানা রকম পরিমার্জন পরিবর্ধন করছে নিজেদের প্লাটফর্মে। যোগ হচ্ছে নতুন ফিচার। আগামী দিনে আরও বেশ কয়েকটি আকর্ষণীয় নতুন ফিচার যোগ করার পরিকল্পনা করছে তারা৷ Meta-মালিকানাধীন প্ল্যাটফর্মটি এখন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচার কার্যকর হয়ে গেলে ব্যবহারকারীদের তাদের গ্রুপ চ্যাটের মধ্যে ‘কল শিডিউল’ করতে পারবে। অর্থাৎ নির্দিষ্ট সময় কল করার জন্য আগে থেকেই তা নির্ধারণ করে রাখতে পারবে।
WABetaInfo-এর তরফে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তারা জানিয়েছে, এই নতুন ফিচারটির বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সংস্থা। আশা করা যায় আগামী কিছু দিনের মধ্যেই ব্যবহারকারীরা গ্রুপ চ্যাটের মধ্যে কল শিডিউল করার ক্ষমতা পেয়ে যাবেন। আগাম কলের সময়সূচী নির্ধারণ করতে সক্ষম হলে তাঁদের যোগাযোগের পদ্ধতি আরও সুবিধাজনক এবং নমনীয় হয়ে উঠতে পারে।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
তবে এই বিষয়টি তখনই কার্যকরী হবে, যখন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি কোনও ইভেন্টের আয়োজন করবে। সেক্ষেত্রে সদস্যদের বিস্তারিত আলোচনা করার জন্য কল শিডিউল করার অনুমতি দেওয়া হয়, যাতে ওই নির্দিষ্ট সময়ে সকলে উপস্থিত থাকতে পারেন। কল শিডিউল করার ফিচারটি নিয়ে বর্তমানে কাজ চলছে। আসন্ন আপডেটেই তা প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।
advertisement
advertisement
WhatsaApp এই মুহূর্তে কিছু বিটা টেস্টারের মধ্যে আরও কিছু পরীক্ষা চালাচ্ছে। যেমন একটি চ্যাটের মধ্যে 100টি মিডিয়া শেয়ার করার ক্ষমতা। WhatsaApp অ্যাকাউন্টের জন্য বর্ধিত মিডিয়া শেয়ারিং ফিচার সক্ষম হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য, অ্যাপের মধ্যে মিডিয়া পিকারে 30টির বেশি মিডিয়া নির্বাচন করার চেষ্টা করে দেখতে হবে।
এদিকে, মেসেজিং প্ল্যাটফর্মটি গত সপ্তাহেই একটি নতুন ফিচার নিয়ে কাজ করতে শুরু করেছে, যা ব্যবহারকারীদের কলিং শর্টকাট রাখতে দেবে হোম স্ক্রিনে। নতুন এই ফিচারটির সাহায্যে, হোম স্ক্রিন থেকে সরাসরি কল করা যাবে নির্দিষ্ট কনট্যাক্টে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 10:29 AM IST

