Whatsapp Voice Message: ভয়েস মেসেজ মিলবে একগুচ্ছ সুবিধা, এক নজরে দেখে নিন WhatsApp-এর নতুন ৬টি নতুন ফিচার

Last Updated:

Whatsapp-এর নতুন ভয়েস নোট মেসেজের ৬টি নতুন ফিচার সম্পর্কে, সম্প্রতি একটি ট্যুইট করেছেন Whatsapp-এর প্রধান উইল ক্যাচকা

Whatsapp Voice Message: বিশ্বের সব থেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল Whatsapp। মেটা অধীনস্থ Whatsapp তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। এ বার Whatsapp নিয়ে আসতে চলেছে ভয়েস নোট মেসেজের ৬টি নতুন ফিচার। Whatsapp এর অডিও বা ভয়েস নোটে একাধিক ফিচার যোগ করা হয়েছে। নতুন বছর শুরু হওয়ার পর থেকে তিন মাসের মধ্যে অডিও নোটে প্রায় ৬টি নতুন আপডেট এসেছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এ বিষয়ে জানিয়েছেন Meta-র অধিকর্তা মার্ক জ়ুকারবার্গ।
Whatsapp-এর নতুন ভয়েস নোট মেসেজের ৬টি নতুন ফিচার সম্পর্কে, সম্প্রতি একটি ট্যুইট করেছেন Whatsapp-এর প্রধান উইল ক্যাচকার্ট (Will Cathcart)। ওই টুইটে তিনি লিখেছেন, দৈনিক প্রায় ৭ বিলিয়ন অর্থাৎ ৭০০ কোটি ভয়েস নোট Whatsapp-এর মাধ্যমে শেয়ার করা হয়। নতুন ফিচারে যোগ করা হয়েছে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন নিজের ওই টুইটারে। তিনি লিখেছেন, " Whatsapp ভয়েস মেসেজ হল অত্যন্ত সহজ, দ্রুত, ব্যক্তিগত এবং এক্সপ্রেসিভ।" মোট ৬টি নতুন ফিচার যোগ করা হয়েছে Whatsapp Voice-নোটে। সেগুলি হল Draft Preview, Out of Chat Playback, Remember Playback, Fast Playback on Forward Chat, Pause Voice Message এবং Waveform of Voice Notes.
advertisement
এক নজরে দেখে নিন Whatsapp এর ভয়েস নোট মেসেজের ৬টি নতুন ফিচার -
Draft Preview- এর মাধ্যমে সেন্ড করার আগেই নিজের রেকর্ড করা অডিয়ো নোট শুনে নেওয়া যাবে।
advertisement
Out of Chat Playback- অ্যাপ এবং চ্যাট উইন্ডো ওপেন না করেই ভয়েস নোট শোনা যাবে। এমনকী ভয়েস নোট প্লে হওয়ার সময়ও অন্য ব্যক্তিকে টেক্সট করতে পারা যাবে।
advertisement
Remember Playback- যে কোনও ভয়েস নোট শোনার সময় তা পজ করে রাখা সম্ভব এবং অ্যাপ থেকে বেরিয়ে যাওয়া সম্ভব। আবার যখন সেই ভয়েস নোট শোনা হবে, তখন পজ করা জায়গা থেকেই ফের অডিয়ো নোট প্লে হবে।
Fast Playback on Forward Chat- ফাস্ট ফরোয়ার্ড করে যে কোনও ভয়েস মেসেজ বা ভয়েস নোট প্লে করা সম্ভব। 1.5X এবং 2X-এ স্পিডে ভয়েস নোট প্লে করা সম্ভব।
advertisement
Voice Note Pause- যে কোনও ভয়েস নোট রেকর্ড করার সময় তা পজ করা সম্ভব।
Voice Note Waveform- যে কোনও ভয়েসনোট ওয়েভফর্ম ফরম্যাটে দেখা সম্ভব।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whatsapp Voice Message: ভয়েস মেসেজ মিলবে একগুচ্ছ সুবিধা, এক নজরে দেখে নিন WhatsApp-এর নতুন ৬টি নতুন ফিচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement