WhatsApp Last Seen: WhatsApp বিভিন্ন সময়ে তার গ্রাহকদের জন্য নানা সুবিধে দিতে বদ্ধপরিকর। এই সপ্তাহেও WhatsApp গ্রাহকদের জন্য নতুন ফিচার আনার কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন স্ক্যামারদের সংখ্যা বাড়ছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যবহারকারীদের থেকে নানা তথ্য চুরি করছে। তাই ডিজিটাল প্ল্যাটফর্মে গোপনীয়তা রক্ষা করতে WhatsApp-এর সর্বশেষ আপডেটে ব্যবহারকারীদের আরও সুরক্ষা দিতে একটি নতুন ফিচার আনা হয়েছে।
WhatsApp-এর এই নতুন ফিচারে প্রাইভেসি কন্ট্রোল সেটিংসে একটি অতিরিক্ত অপশন যোগ করা হয়েছে। এবার থেকে ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইল ফটো, ‘লাস্ট সিন’ (Last Seen) এবং ‘অ্যাবাউট সেকশনটি’ (About Section) নিয়ন্ত্রণ করতে পারবেন। কনট্যাক্ট লিস্টে কারা কারা আমাদের প্রোফাইল ফটো, ‘লাস্ট সিন’ এবং ‘অ্যাবাউট সেকশন’ দেখতে পারবেন সেই পছন্দ অনুযায়ী সেটিংসে গিয়ে ব্যবহারকীরিরা সেটিংস পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
এই নতুন আপডেটের সঙ্গে WhatsApp ব্যবহারকারীরা চেনাজানার বাইরে ব্যক্তিদের সনাক্ত করে আলাদা করে নির্বাচন করতে পারবেন যাঁরা WhatsApp অ্যাকাউন্টের রাখা প্রোফাইল ফটো সহ কোনও ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন না।
কীভাবে সেটিংস কীভাবে পরিবর্তন করতে হবে?
WhatsApp ইতিমধ্যেই অ্যাপে এই নতুন ফিচারটি নিয়ে এসেছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস ব্যবহারকারীদের জন্য এই নতুন ফিচারটি উপলব্ধ রয়েছে। ব্যবহারকারীরা নতুন ফিচার ব্যবহার করতে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন-
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
WhatsApp ক্রমাগত একের পর এক নতুন ফিচার যোগ করে চলেছে। এই সপ্তাহেই WhatsApp-এর নতুন একটি ফিচার এসেছে যেখানে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড থেকে আইওএস ডিভাইসে ওয়্যারলেসভাবে চ্যাট ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রে এখন থেকে গ্রুপের অ্যাডমিনরা কল চলাকালীন যে কোনও ব্যক্তির কলকে ‘মিউট’ করে দিতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Whatsapp, Whatsapp New Feature