Online Scams: পর্ন দেখতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন মানুষ! দেদার চলছে স্ক্যামিংয়ের খেলা

Last Updated:

একটি সন্দেহজনক URL-এর মাধ্যমে Google Chrome ব্রাউজারে সম্পূর্ণ পেজ জুড়ে পপ-আপের ছবি চল আসে।

#নয়াদিল্লি: ইন্টারনেটের ব্যবহার যত দিন দিন বাড়ছে অনলাইনে স্ক্যামারের পরিমাণও সেই অনুপাতে বেশ বাড়ছে। সম্প্রতি আবার পুরনো একটি স্ক্যামিং পদ্ধতির সাহায্যে স্ক্যামাররা টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার ফন্দি এঁটেছে। এ ক্ষেত্রে অনেক স্ক্যামাররা কম্পিউটারে পর্নোগ্রাফির দর্শকদের প্ররোচিত করছে। একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, পর্ন সাইটে অনেক স্ক্যামাররা একটি ফেক পপ-আপের সঙ্গে ব্যবহারকারীদের সতর্ক করে দিচ্ছে যে পর্ন ভিডিও দেখার জন্য তাদের ব্রাউজার লক করা হয়েছে৷ এক সিকিউরিটি রিসার্চার সম্প্রতি এমনই এক কেলেঙ্কারী সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বিষয়টি প্রকাশ্যে এনেছেন। একটি স্ক্রিনশট শেয়ার করে ওই গবেষক জানান, একটি সন্দেহজনক URL-এর মাধ্যমে Google Chrome ব্রাউজারে সম্পূর্ণ পেজ জুড়ে পপ-আপের ছবি চল আসে।
Twitter-এ ইন্টারনেট সিকিউরিটি রিসার্চার রাজশেখর রাজাহারিয়ার (Rajshekhar Rajaharia) রিপোর্ট অনুসারে, ওই পপ-আপ ব্যবহারকারীদের সতর্ক করে যে পর্ন দেখার কারণে তাদের ব্রাউজার লক করা হয়েছে। পপ-আপ ব্রাউজারটি আনব্লক করার বিনিময়ে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ চাওয়া হয়। পপ-আপটি এমনভাবে সাজানো থাকে যাতে মনে হয় এটি আইন ও বিচার মন্ত্রণালয়ের থেকে পাঠানো হয়েছে। এতে বলা হয় ব্যবহারকারীর কম্পিউটার ডিক্রি নম্বর ১৭৩-২৭৯ এর অধীনে "ব্লক করা হয়েছে"৷ এটি ব্যবহারকারীদের সতর্ক করে যে ব্রাউজারটি লক করা হয়েছে "ভারতের আইন দ্বারা নিষিদ্ধ সামগ্রী দেখা এবং প্রচার করার কারণে” (viewing and dissemination of materials forbidden by the law of India)।
advertisement
advertisement
advertisement
পপ-আপ ব্যবহারকারীদের তাদের কম্পিউটার আনলক করার জন্য জরিমানা হিসাবে ২৯,০০০ টাকা চাওয়া হচ্ছে। এতে বলা হয়েছে যে ব্যবহারকারীর জরিমানা দিতে মাত্র ৬ ঘন্টা সময় রয়েছে।
ওই মেসেজে একটি "পেমেন্ট ডিটেইলস" বিভাগও রয়েছে যেখানে ব্যবহারকারীরা ভিসা বা মাস্টারকার্ড কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে পারেন৷
advertisement
এই কেলেঙ্কারি স্পষ্টতই জাল এবং আইন ও বিচার মন্ত্রকের নাম নিয়ে লোকেদের প্রতারণা করা হচ্ছে। ভারতে পর্ন নিষিদ্ধ থাকা সত্ত্বেও, সরকার নিষিদ্ধ ওয়েবসাইটগুলির খুঁজে বের করার জন্য কারও কম্পিউটার ট্র্যাক করে না। ভারতে এই ধরনের স্ক্যামিং অনেক পুরনো কৌশল। গত বছরের জুলাই মাসে একই ধরনের কেলেঙ্কারি উন্মোচিত হয়েছিল যেখানে স্ক্যামাররা অনুরূপ সতর্কতার জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ৩,০০০ টাকা চেয়েছিল।
advertisement
প্রাথমিক ভাবে পর্ন দেখা থামালে এই সমস্যা থেকে বাঁচা সম্ভব। অথবা যদি কম্পিউটারে এই ধরনের পপ-আপ দেখায়, তাহলে সবচেয়ে সহজ কাজ হল ব্রাউজার উইন্ডোটি বন্ধ করে দেওয়া। যদি এটি কাজ না করে এবং পপ-আপ ব্রাউজার দখল করে নেয় তাহলে ব্রাউজারের জন্য টাস্ক ম্যানেজার (ctrl+alt+delete) এবং End Task-এর ব্যবহার করা যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Online Scams: পর্ন দেখতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন মানুষ! দেদার চলছে স্ক্যামিংয়ের খেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement