Facebook Messenger: কখন ফেসবুক মেসেঞ্জারে স্ক্রিনশট নিলে হতে পারে বিপদ, সতর্ক করলেন জুকারবার্গ

Last Updated:
Facebook Messenger: এই বিষয়ে একটি উদাহরণও দিয়েছেন তিনি।
1/5
ফেসবুকের মেসেঞ্জারে স্ক্রিনশট নেওয়ার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করলেন মার্ক জুকেরবার্গ। তিনি বললেন, ব্যবহারকারীরা যদি কোনও কারণে স্ক্রিনশট নেন, তাহলে সে তথ্য পৌঁছে যাবে অপরজনের কাছে। মেটা সিইও শুক্রবার এই কথা বললেন।
ফেসবুকের মেসেঞ্জারে স্ক্রিনশট নেওয়ার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করলেন মার্ক জুকেরবার্গ। তিনি বললেন, ব্যবহারকারীরা যদি কোনও কারণে স্ক্রিনশট নেন, তাহলে সে তথ্য পৌঁছে যাবে অপরজনের কাছে। মেটা সিইও শুক্রবার এই কথা বললেন।
advertisement
2/5
তবে সাধারণ মেসেজের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না। তিনি বলেছেন, যদি ডিসেপিয়ারিং মেসেজ যদি অন করা থাকে, তাহলেই এই ঘটনা ঘটবে।  বলেছেন, "নতুন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নিলেই ছবি যাবে অন্য জনের কাছে।"
তবে সাধারণ মেসেজের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না। তিনি বলেছেন, যদি ডিসেপিয়ারিং মেসেজ যদি অন করা থাকে, তাহলেই এই ঘটনা ঘটবে। বলেছেন, "নতুন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নিলেই ছবি যাবে অন্য জনের কাছে।"
advertisement
3/5
ডিসেপিয়ারিং মেসেজের ক্ষেত্রে চ্যাট কিছুক্ষণ থাকার পরেই তা অদৃশ্য হয়ে যায়। সেই বিশেষ মোডে থাকলেই স্ক্রিন-শট নেওয়ার অপশন থাকবে। যদিও টেক্সট কপি করে রেখে দেওয়া যাবে। অন্য ব্যবহারকারীকে জানিয়ে দিতেই এই ব্যবস্থা আনছে ফেসবুক।
ডিসেপিয়ারিং মেসেজের ক্ষেত্রে চ্যাট কিছুক্ষণ থাকার পরেই তা অদৃশ্য হয়ে যায়। সেই বিশেষ মোডে থাকলেই স্ক্রিন-শট নেওয়ার অপশন থাকবে। যদিও টেক্সট কপি করে রেখে দেওয়া যাবে। অন্য ব্যবহারকারীকে জানিয়ে দিতেই এই ব্যবস্থা আনছে ফেসবুক।
advertisement
4/5
এই বিষয়ে একটি উদাহরণও দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ডিসেপিয়ারিং মেসেজে অন করা অবস্থায় চ্যাটের স্ক্রিনশট নিতে গেলেই একটি নোটিফিকেশন যাচ্ছে ব্যবহারকারীর কাছে।
এই বিষয়ে একটি উদাহরণও দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ডিসেপিয়ারিং মেসেজে অন করা অবস্থায় চ্যাটের স্ক্রিনশট নিতে গেলেই একটি নোটিফিকেশন যাচ্ছে ব্যবহারকারীর কাছে।
advertisement
5/5
ফেসবুক মেসেঞ্জারে ডিসেপিয়ারিং মেসেজের সুবিধা রয়েছে অনেকদিন ধরেই। প্রথম এই সুবিধা এনেছিল স্ন্যাপচাট। তার পর ফেসবুকেও এই সুবিধা দেওয়া শুরু হয়।
ফেসবুক মেসেঞ্জারে ডিসেপিয়ারিং মেসেজের সুবিধা রয়েছে অনেকদিন ধরেই। প্রথম এই সুবিধা এনেছিল স্ন্যাপচাট। তার পর ফেসবুকেও এই সুবিধা দেওয়া শুরু হয়।
advertisement
advertisement
advertisement