Eye-opener: এড়ানো যাবে স্মৃতিভ্রংশের সম্ভাবনা! ফোনের অ্যাপই এবার ধরিয়ে দেবে অ্যালজাইমার্সের প্রাথমিক লক্ষণ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Smartphone app can detect signs of Alzheimer's | এই অ্যাপটি খুব প্রাথমিক পর্যায়ের অ্যালজাইমার্স (Alzheimer's Disease) নির্ণয় করতে সক্ষম বলে মনে করা হচ্ছে।
#নয়াদিল্লি: চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হবে, ততই কমানো যাবে মানুষের শারীরিক কষ্ট— এমনটাই মনে করা হয়। আর সে ক্ষেত্রে চিকিৎসকের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন যত শীঘ্র সম্ভব রোগ খুঁজে বের করার উপর। অর্থাৎ রোগ নির্ণয় (Diagnosis)। চিকিৎসকরা মনে করেন, দ্রুত রোগ নির্ণয় হলে, তার নিরাময়ও সহজ হতে পারে। আর সেই লক্ষ্যেই একটি নতুন অ্যাপ আবিষ্কার করা হয়েছে বলে দাবি। এই অ্যাপটি খুব প্রাথমিক পর্যায়ের অ্যালজাইমার্স (Alzheimer's Disease) নির্ণয় করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান বলছে বর্তমান পৃথিবীর প্রায় ৫ কোটি মানুষ এই রোগে আক্রান্ত।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (University of California) অধীনে একদল গবেষক একটি বিশেষ সফটওয়্যার আবিষ্কার করেছেন। প্রাথমিক ভাবে এই সফটওয়্যার মানুষের চক্ষুতারার আকার ও আকৃতির পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বৈচিত্র পর্যবেক্ষণ করবে। এর আগে গবেষণায় দেখা গিয়েছিল চোখের তারার আকার-আকৃতি পরিবর্তনের সঙ্গে স্নায়বিক রোগের (Neurological Disease) একটা সংযোগ থাকে। রোগ দেখা দেওয়ার আগে থেকেই চোখের তারায় পরিবর্তন হতে শুরু করে।
advertisement
কী ভাবে কাজ করবে এই সফওয়্যার?
advertisement
মানুষের মুখ চেনার (Facial Identification) জন্য এই বিশেষ সফটওয়্যারে ব্যবহার করা হবে বিশেষ ধরনের ক্যামেরা— Near-infrared Camera। পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলিতে এই ধরনের ক্যামেরা ব্যবহার করা হবে। সাধারণ ফোনে আমরা যে ভাবে সেলফি তুলতে অভ্যস্ত, সে ভাবে ছবি তুললেই ওই বিশেষ সফটওয়্যার দেখে নেবে কোনও ব্যক্তির চোখের তারায় কী ধরনের পরিবর্তন হচ্ছে।অ্যা
advertisement
আরও পড়ুন - গরমে লোডশেডিংয়ের সঙ্গে যুঝবে ইনভার্টার! তবে কেনার যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা উচিত
গত ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত আমেরিকার লুসিয়ান প্রদেশে নিউ অরলিনজ শহরে আয়োজিত ACM Computer-Human Interaction Conference (CHI 2022)-এ এই বিষয়ক গবেষণা পত্রটি পাঠ করা হয়। CHI 2022-এর বিষয় ছিল Human Factors in Computing Systems। কী ভাবে আধুনিক প্রযুক্তি কাজ করবে তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়। তবে এই গবেষণার ক্ষেত্রে এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে। এটি এখনও কোনও জার্নালে প্রকাশিত হয়নি, বাকি রয়েছে পিয়ার রিভিউ (Peer-Review) বা পুনর্মূল্যায়নের কাজও।
advertisement
কী ভাবে ধরা যাবে রোগ?
এর আগেই এক গবেষণা থেকে জানা গিয়েছিল মস্তিষ্কে অবস্থিত লোকাস সিরুলিস (Locus Coeruleus)-এই প্রথম অ্যালজাইমার্সের লক্ষণ প্রকাশ পায়। আবার চোখের তারা প্রসারণের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে থাকে মস্তিষ্কের ঠিক এই অংশটিই। পূর্বের এক গবেষণায় দেখা গিয়েছিল, যে সব ব্যক্তির বৌদ্ধিক সক্রিয়তায় সমস্যা তৈরি হচ্ছে তাঁদের চোখের তারা অপেক্ষাকৃত বেশি স্ফীত। তুলনায় অন্য একদল ব্যক্তি যাঁদের বৌদ্ধিক সক্রিয়তার সমস্যা নেই, তাঁদের চোখের তারা অনেক সংকুচিত।
advertisement
আরও পড়ুন - বদলে যাচ্ছে ট্যুইটার! ভিডিও থেকে ছবি পোস্টেও বিরাট বদল! নতুন নিয়ম জানুন
সূত্রের খবর, এর পরেই সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দল যোগাযোগ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারদের সঙ্গে। যদি কোনও ভাবে তাঁরা মানুষের চক্ষুতারার এই সম্প্রসারণ বা অন্য পরিবর্তনকে সাধারণ স্মার্টফোটের সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারেন। তার ফলই এই অ্যাপ।
advertisement
অ্যাপ কী ভাবে কাজ করে?
সেলফি ক্যামেরায় যেমন ছবি তোলে তেমন ছবি তুললেই কাজ করবে অ্যাপ। এ জন্য স্মার্টফোনে বসানো থাকবে বিশেষ Near-infrared ক্যামেরা। গবেষকরা এই অ্যাপটিকে সহজ ব্যবহার্য করে তোলার জন্য বেশ কয়েক জন বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলে তৈরি করেছেন। একটি খুব অল্প দামের প্লাস্টিকের যন্ত্রাংশ বসিয়ে নিতে হবে ফোনে, যাতে ক্যামেরায় ঠিক ভাবে চোখের ছবি ওঠে। ক্যামেরা যে কোনও মানুষের চক্ষুতারার নির্ভুল পরিমাপ করবে বলেই গবেষকদের দাবি।
Location :
First Published :
May 09, 2022 9:19 AM IST