বেশি খরচ করবেন কেন, কমেই যখন ফিচার নজরকাড়া! এক নজরে দেখে নিন ২০০০ টাকার নিচে সেরা স্মার্টওয়াচের এই তালিকা
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক এমন ৫ সেরা স্মার্টওয়াচ, যা ২,০০০ টাকারও কম দামে কেনা যেতে পারে।
বর্তমানে স্মার্টওয়াচ ছোট থেকে বড় প্রায় সকলের কাছেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ভারতেও স্মার্টওয়াচের খুবই চাহিদা রয়েছে। এই কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের জনপ্রিয় কোম্পানি ভারতের বাজারে তাদের বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ লঞ্চ করে চলেছে। যাঁরা স্মার্টওয়াচের মতো স্মার্ট গ্যাজেট পছন্দ করেন এবং বাজেট কম তাঁদের জন্য রয়েছে সুখবর। যুবক-যুবতীদের মধ্যে স্মার্টওয়াচের জনপ্রিয়তা দেখে কোম্পানিগুলো কম দামে আধুনিক ফিচার সহ বিভিন্ন স্মার্টওয়াচ লঞ্চ করে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক এমন ৫ সেরা স্মার্টওয়াচ, যা ২,০০০ টাকারও কম দামে কেনা যেতে পারে।
BoAt Storm স্মার্টওয়াচ –
BoAt Storm স্মার্টওয়াচ হল একটি আধুনিক কলিং স্মার্টওয়াচ। BoAt Storm স্মার্টওয়াচে রয়েছে ১.৬৯ ইঞ্চির HD ডিসপ্লে। BoAt Storm স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। এই স্মার্টওয়াচের দাম ৭,৯৯৯ টাকা হলেও, জনপ্রিয় অনলাইন ই-কমার্স ফ্লিপকার্টে গ্রাহকরা এটি ৭৮% ছাড় সহ ১,৬৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
Fire-Boltt Rise স্মার্টওয়াচ –
advertisement
Fire-Boltt Rise স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে ১.৮৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। গ্রাহকরা এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ১৩০ স্পোর্টস মোডের মতো ফিচার পেয়ে যাবেন। Fire-Boltt Rise স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং সাপোর্টও দেওয়া হয়েছে। Fire-Boltt Rise স্মার্টওয়াচের দাম ১১,৯৯৯ টাকা হলেও, জনপ্রিয় অনলাইন ই-কমার্স ফ্লিপকার্টে গ্রাহকরা ৮৩% ডিসকাউন্ট সহ মাত্র ১,৯৯৯ টাকায় এটি ক্রয় করতে পারবেন।
advertisement
Noise Icon 2AI স্মার্টওয়াচ –
Noise Icon 2AI স্মার্টওয়াচে একটি ১.৮ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা নয়েজ আইকন 2AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত। Noise Icon 2AI স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ কলিং এবং ৬০টি স্পোর্টস মোডের মতো আধুনিক ফিচার। Noise Icon 2AI স্মার্টওয়াচের দাম ৫,৯৯৯ টাকা হলেও, গ্রাহকরা এই স্মার্টওয়াচটি ফ্লিপকার্ট থেকে ৭০% ছাড় সহ ক্রয় করতে পারবেন।
advertisement
Gizmore GLOW Z1 স্মার্টওয়াচ –
Gizmore GLOW Z1 স্মার্টওয়াচে ৭৮ ইঞ্চির HD AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্মার্টওয়াচের একবার চার্জ দিলে এর ব্যাটারি একটানা ১৫ দিনের জন্য আরামে চলতে পারে। এই স্মার্টওয়াচের দাম ৬,৯৯৯ টাকা হলেও ফ্লিপকার্টে গ্রাহকরা এটি ৭৮% ছাড় সহ ১,৪৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।
advertisement
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
Boult Drift Pro স্মার্টওয়াচ –
Boult Drift Pro স্মার্টওয়াচের দাম ৯,৯৯৯ টাকা। গ্রাহকরা এই স্মার্টওয়াচটি ফ্লিপকার্ট থেকে ৮০% ছাড়ের মাধ্যমে মাত্র ১৮৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। Boult Drift Pro স্মার্টওয়াচে রয়েছে ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও এই ঘড়িতে ব্লুটুথ কলিং সহ আধুনিক ফিচারও দেওয়া হয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 1:00 PM IST