ইন্টারনেট ছাড়াই Gmail থেকে পাঠান ইমেল, জেনে নিন সহজ পদ্ধতি

Last Updated:

অবাক লাগলেও এটাই বাস্তব। ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে Gmail!

ইন্টারনেট নিয়ে সমস্যার শেষ নেই। সে যেন এই আছি এই নেই, আমি যেন পাখি মেলে পাখনা। গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এখনই, এদিকে ইন্টারনেটের দেখা নেই। মেল পাঠাতে হবে, কিন্তু ইন্টারনেটের জন্য বসে থাকতে হচ্ছে। না, সে দিনের এবার বোধ হয় শেষ। এবার ইন্টারনেট ছাড়াও মেল ​​পাঠানো যাবে। অবাক লাগলেও এটাই বাস্তব।
এবার থেকে আমরা mail.google.com-এ গিয়ে ইন্টারনেট না থাকলেও আমাদের Gmail মেল পড়তে এবং জবাব দিতে পারব। শুধু তাই নয়, ইন্টারনেট ছাড়াই আমরা পুরনো মেলও খুঁজে বের করতে পারব, আর এর জন্য আমাদের শুধু Chrome ব্রাউজারে mail.google.com বুকমার্ক করতে হবে।
ব্যবহার করা যাক ক্রোম ব্রাউজার -
advertisement
তবে মনে রাখা দরকার- আপাতত শুধুমাত্র Chrome ব্রাউজারেই অফলাইন Gmail ব্যবহার করতে পারব আমরা। ক্রোম ছাড়া অন্য ব্রাউজারে এই সুযোগ আপাতত মিলবে না। তাই আমাদের ডিভাইসে Chrome ডাউনলোড করতে হবে। এছাড়াও, আমরা ক্রোমে অফলাইন মেল সহজে পাওয়ার জন্য বুকমার্ক করেও রাখতে পারি।
advertisement
ইন্টারনেট ছাড়া ই-মেল পাঠাতে, প্রথমে আমাদের কম্পিউটার বা মোবাইলে Chrome ব্রাউজার ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এর পরে আমরা ইচ্ছেমতো Chrome ব্রাউজার উইন্ডোতে অফলাইন Gmail ব্যবহার করতে পারব। তার জন্য Gmail অফলাইন সেটিংসে যেতে হবে বা এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://mail.google.com/mail/u/0/#settings/offline।
advertisement
এর পরই চালু হবে অফলাইন মেল ​। এবার আমরা পছন্দ করে নিতে পারব যে কত দিনের মেল আমাদের অফলাইনে চাই৷ সেটা ঠিক করার পর Save Changes-এ ক্লিক করে সেটিংসটা সেভ (Save) করে নিলেই হল।
advertisement
অফলাইনে Gmail ব্যবহার করার জন্য Gmail-কে বুকমার্ক করেও রাখতে পারি আমরা। যখন ইচ্ছে ইন্টারনেট ছাড়া অফলাইনে মেল পড়তে হলে Gmail-এর ইনবক্স বুকমার্ক করে রাখা যায়। এর জন্য আমাদের Gmail ইনবক্স Chrome-এ খুলতে হবে এবং অ্যাড্রেস বারের ডান পাশের তারা বা স্টার চিহ্নতে ক্লিক করতে হবে। এবার বুকমার্ক থেকে সহজেই ঢুকে পড়া যাবে Gmail ইনবক্সে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ইন্টারনেট ছাড়াই Gmail থেকে পাঠান ইমেল, জেনে নিন সহজ পদ্ধতি
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement