Instagram-এ বিশেষ কাউকে আনব্লক করতে চান? দেখে নিন ধাপে ধাপে কী করতে হবে

Last Updated:

অন্য প্ল্যাটফর্মের মতোই Instagram-এ যে কোনও অ্যাকাউন্ট ব্লক করে, পরবর্তীকালে সেটি আবার আনব্লক করা যায়।

বর্তমানে Instagram একটি খুবই জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ধীরে ধীরে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা খুবই বেড়ে চলেছে। ইনস্টাগ্রামে কেবল ইউজাররা রিলস এবং পোস্ট শেয়ার করা ছাড়াও, একে অন্যকে সরাসরি মেসেজ এবং কল করতে পারেন। সম্প্রতি ইনস্টাগ্রাম ইউজারদের জন্য নোটস ফিচার লঞ্চ করেছে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা নিজের মনের কথা শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারেন।
মেটা কোম্পানির নিজস্ব প্ল্যাটফর্ম Instagram ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। ইনস্টাগ্রামে ইউজারদের জন্য রয়েছে প্রাইভেট এবং পাবলিক অ্যাকাউন্ট অপশন। ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ওপেন করলে, যে কেউ সেই ইউজারকে ফলো করতে পারেন। এর ফলে সেই সময় এমন কিছু ইউজার সেই অ্যাকাউন্টকে ফলো করেন, যাঁদের সেই ইউজার পছন্দ নাও করতে পারেন। এর ফলে সেই সকল ইউজারদের ব্লক করার প্রয়োজন হয়।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
তবে অন্য প্ল্যাটফর্মের মতোই Instagram-এ যে কোনও অ্যাকাউন্ট ব্লক করে, পরবর্তীকালে সেটি আবার আনব্লক করা যায়। ইনস্টাগ্রামে যে কোনও অ্যাকাউন্ট আনব্লক করার জন্য সেটিংসে যেতে হবে। ইনস্টাগ্রামের সেটিংসে গিয়ে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই সেই অ্যাকাউন্ট আনব্লক করা সম্ভব।
advertisement
advertisement
Instagram-এ ইউজারদের আনব্লক করার উপায় -
Instagram-এ যে কোনও ইউজারকে আনব্লক করার জন্য নিজেদের ডিভাইস থেকে ইনস্টাগ্রাম ওপেন করতে হবে। এরপর ডান দিকের সব থেকে নিচে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর ডান দিকের ওপরে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। সেই সকল অপশন থেকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রাইভেসি অপশন সিলেক্ট করতে হবে।
advertisement
এরপর নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাওয়া যাবে ব্লক লিস্টের অপশন। এই অপশনে ক্লিক করতে হবে। এবার ব্লক করা কন্টাক্ট লিস্ট ওপেন হবে। এরপর যাঁদের আনব্লক করা দরকার তাঁদের সামনে দেওয়া আনব্লক অপশনে ক্লিক করতে হবে। এইভাবে খুব সহজেই ইনস্টাগ্রামে যে কোনও ইউজারকে আনব্লক করা সম্ভব।
advertisement
তবে Instagram-এ যে কোনও ইউজারকে ব্লক করার জন্য সেটিং অপশনে যেতে হবে না। এক্ষেত্রে যে ইউজারকে ব্লক করা দরকার, সেই ইউজারের প্রোফাইল ওপেন করতে হবে। এরপর সেখানে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে। এরপর ব্লক অপশনে ক্লিক করতে হবে। ব্লক অপশনে ক্লিক করার পরেই সেই অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram-এ বিশেষ কাউকে আনব্লক করতে চান? দেখে নিন ধাপে ধাপে কী করতে হবে
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement