ব্যক্তিগত ই-মেল রাখুন লুকিয়ে, কোনও সাইট হদিশও পাবে না, জেনে নিন কীভাবে

Last Updated:

ব্যক্তিগত ই-মেল আইডি ব্যক্তিগত রাখতে চাইলে Apple-এর দ্বারস্থ না হয়ে উপায় নেই।

এমনটা সবার সঙ্গেই হয়, কোনও ওয়েব সাইটে দেখতে দেখতে হঠাৎ চেয়ে বসল ই-মেল। সাইটে কী লেখা আছে সেটা পড়তে গিয়ে ই-মেল দিয়ে দিলেই গেল সুখৃশান্তি। স্প্যাম ই-মেলের জ্বালায় অস্থির হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে ব্যক্তিগত ই-মেল আইডি ব্যক্তিগত রাখতে চাইলে Apple-এর দ্বারস্থনা হয়ে উপায় নেই। Apple আসলে ই-মেল আইডি ব্যক্তিগত রাখার জন্য অন্য একটি অনন্য বা উল্টোপাল্টা ই-মেল আইডি প্রদান করে। যাতে অন্য কেউ ব্যক্তিগত ই-মেল আইডি দেখতে না পায়।
Apple আইওএস ১৫-এর সঙ্গে আইক্লাউড প্ল্যানগুলিকে আইক্লাউড+ এ বদলে দিয়েছে। আইক্লাউড+ তার গ্রাহকদের অতিরিক্ত গোপনীয়তা দেওয়ার জন্য প্রাইভেট রিলে এবং হাইড মাই ই-মেল ফিচার নিয়ে এসেছে। এখন ব্যক্তিগত ই-মেল আইডি গোপন রাখতে চাইলে আইক্লাউড+ এক নির্ভরযোগ্য ব্যবস্থা।
Apple আইফোনে হাইড মাই ই-মেল ব্যবহার করলে একটি ডামি ই-মেল আইডি দেবে যা আসল আইডির জায়গায় কাজ করবে এবং তার ফলে আসল আইডি কারও সঙ্গে শেয়ার করতে হবে না।
advertisement
advertisement
প্রথমে নিশ্চিত করতে হবে যে, আইফোন বা আইপ্যাডে Apple-এর আইওএস ১৫ বা আইপ্যাড ওএস ১৫ বা তার পরের ভার্সন আছে। তারপর আইফোন বা আইপ্যাডে সেটিংস অ্যাপ ওপেন করতে হবে। এখন প্রধান সেটিংস মেনুর উপরে অ্যাপল আইডি নামের উপর আলতো চাপ দিয়ে অ্যাপল আইক্লাউডে হাত ছোঁয়াতে হবে। এবার যাওয়া যাবে হাইড মাই ইমেল অপশনে।
advertisement
এখানে ক্রিয়েট নিউ ই-মেল অপশনে আলতো চাপ দিয়ে নতুন তৈরি ই-মেলের একটি লেবেল দিতে হবে। চাইলে এটি সম্পর্কে একটি নোটও রাখতে পারা যাবে। এবার নেক্সট এবং ডান-এ ক্লিক করতে হবে। এখন কাউকে ই-মেল পাঠাতে হলে এই নতুন তৈরি এলোমেলো ই-মেল আইডি ব্যবহার করতে পারা যাবে।
যদি হাইড মাই ই-মেল ব্যবহার করে একটি উল্টোপাল্টা ই-মেল আইডি ব্যবহার করা হয় তা হলে সেটা সাময়িকভাবে নিষ্ক্রিয়ও করে রাখা যেতে পারে দরকারে। এর জন্য, আইফোন বা আইপ্যাডে সেটিংস অ্যাপ চালু করতে হবে। এখন প্রধান সেটিংস মেনুর উপরে দেখতে পাওয়া অ্যাপল আইডিতে আলতো চাপ দিলে ওপেন হয়ে যাবে আইক্লাউড। তারপর আইক্লাউডে ক্লিক করে হাইড মাই ই-মেলে ট্যাপ করলে একটা তালিকা দেখা যাবে। এর পরে সেই তালিকা থেকে নিষ্ক্রিয় করা দরকার এমন ই-মেল আইডিতে আলতো চাপ দিলেই কেল্লা ফতে। আর ওই ই-মেল ঠিকানায় পাঠানো মেল বিরক্ত করার সুযোগ পাবে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ব্যক্তিগত ই-মেল রাখুন লুকিয়ে, কোনও সাইট হদিশও পাবে না, জেনে নিন কীভাবে
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement