৫০ ডিগ্রিতেও ঘর ঠান্ডা, সাশ্রয় হবে বিদ্যুত! রইল ৩৫ হাজারের নিচে দারুন AC-র তালিকা
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Split AC under Rs 35000: থ্রি-স্টার ইনভার্টার স্প্লিট এসি একটি হাই-পারফরম্যান্স এয়ার কন্ডিশনার, একাধারে শীতল করে ঘর, অন্যদিকে বাঁচায় বিদ্যুতের খরচ।
এই গরমে অনেকেই স্প্লিট এসি কিনতে চাইছেন। রইল এমন কিছু স্প্লিট এসি-র তালিকা যারা ঘর ঠান্ডা করার পাশাপাশি করবে বিদ্যুৎ সাশ্রয়ও।
Whirlpool 1.5 Ton 3 Star, Flexicool Inverter Split AC:
Whirlpool-এর ১.৫ টন থ্রি-স্টার ফ্লেক্সিকুল ইনভার্টার স্প্লিট এসি-তে রয়েছে ফোর-ইন-ওয়ান কুলিং মোড। কুলিং, হিটিং, ডিহিউমিডিফাইং এবং ফ্যান ইত্যাদি বেছে নেওয়া যাবে। এটির রেটিং থ্রি-স্টার। সঙ্গে রয়েছে ডাস্ট ফিল্টার। দাম ৩১,৯৯০ টাকা।
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC:
advertisement
Lloyd-এর ১.৫ টন থ্রি-স্টার ইনভার্টার স্প্লিট এসি একটি হাই-পারফরম্যান্স এয়ার কন্ডিশনার, একাধারে শীতল করে ঘর, অন্যদিকে বাঁচায় বিদ্যুতের খরচ।
এর ফাইভ-ইন-ওয়ান কনভার্টেবল ফিচার কুলিং সেটিংস ব্যালান্স করতে সাহায্য করে। এটি ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে। ৫২ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রাতে ঘর ঠান্ডা করতে পারে। এর দাম ৩২,৭৯৯ টাকা।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
Voltas 1.4 Ton 3 Star Inverter Split AC:
advertisement
Voltas-এর ১.৪ টন থ্রি-স্টার ইনভার্টার স্প্লিট এসি-তে রয়েছে সাসটেনেবল কপার কনডেনসার। এতে প্রয়োজন মতো পরিবর্তন করা যায় কুলিং সেটিংস। সব থেকে আকর্ষণীয় বিষয় হল গ্রাহকরা এতে একটি অ্যান্টি-ডাস্ট ফিল্টার পাবেন।
এটিতে একটি অটো রিস্টার্ট ফিচারও রয়েছে, যা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরে এসি পুনরায় চালু করতে সহায়তা করে। এটিতে একটি টাইমারও রয়েছে, যা একটি নির্দিষ্ট সময়ের পরে এসি বন্ধ করার জন্য সেট করা যেতে পারে। এই এসির দাম ৩১,৯৯৯ টাকা।
advertisement
Daikin 1 Ton 3 Star Inverter Split AC:
ডাইকিন ১ টন থ্রি-স্টার ইনভার্টার স্প্লিট এসি একটি হাই-এফিশিয়েন্সি এয়ার কন্ডিশনার, যাতে রয়েছে ডুয়াল ইনভার্টার কম্প্রেসারের। এটির ক্ষমতা ১ টন, এবং এটি একটি থ্রি-স্টার এনার্জি রেটিং-সহ পাওয়া যায়। ফলে বোঝাই যাচ্ছে এই এয়ার কন্ডিশনারটি ঘরে থাকলে বিদ্যুৎ বিলে খানিকটা সাশ্রয় করা সম্ভব। এই মডেলটিতে রয়েছে স্লিপ মোড। সঙ্গে রয়েছে অটো-হিউমিডিফিকেশন। এর দাম ৩২,৯৯০ টাকা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 5:29 PM IST