২০৩০ সালে কী হবে ভারতে ? অদ্ভুত ‘ভবিষ্যদ্বাণী’ যুবকের ! দেখুন ভিডিও--
Last Updated:
#নয়াদিল্লি: সম্প্রতি একটি অদ্ভুত অনলাইন ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়! হাতে একটি চিপ লাগিয়ে এক যুবক চলে গিয়েছিলেন ২০৩০ সালে। ফিরে এসে ভারতের জন্য অনেকগুলি ভবিষ্যদ্বাণীও করলেন!
স্বঘোষিত এই ‘টাইম-ট্রাভেলার’-এর নাম নোয়া! তাঁর দাবি, তিনি টাইম মেশিন চেপে ঘুরে এসেছেন ২০৩০ সাল থেকে! হাতে লাগানো চিপ-ই তাঁকে ভবিষ্যৎ দেখতে সাহায্য করেছে!
২০৩০ থেকে ফিরে এসে নোয়ার দাবি, আর ১২ বছরের মধ্যে ভারত একটি চিপ আবিষ্কার করবে। সেই চিপ শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া যাবে। সেই চিপের মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে ইন্টারনেটের যোগ থাকবে। এমন মানুষদের সঙ্গে তিনি নাকি কথাও বলে এসেছেন!
advertisement
advertisement
শুনে নিন কী বলছেন নোয়া। দেখুন ভিডিও--
নোয়া আরও জানান, ভবিষ্যতে নাকি আমেরিকার থেকেও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে ভারত। তবে তাঁর দাবি, ২০৩০ সালে ভারতের সবথেকে বড় সমস্যার কারণ হবে জনসংখ্যা। তবে ভারত বিনা পয়সায় লোকজনকে মঙ্গলগ্রহে পাঠিয়ে সেই সমস্যার সমাধান করবে বলেও জানিয়ে দিচ্ছেন নোয়া।
advertisement
তবে, সমাজের একাংশ যেমন নোয়ার ‘ভবিষ্যদ্বাণী’ বিশ্বাস করেছেন, তেমনি অনেকেই স্রেফ কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন!
Location :
First Published :
November 06, 2018 4:21 PM IST