Security Tips: এই ৪টি সহজ উপায় আপনার Google অ্যাকাউন্টকে করে তুলবে আরও সুরক্ষিত, জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বর্তমানে খুবই তেজ গতিতে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। ইউজারদের গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য খুব বেশি সময় খরচ করার প্রয়োজন নেই।
Google Account Safety Tips: বর্তমানে গুগল প্রায় প্রত্যেকেরই জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ইন্টারনেট অ্যাক্সেস, মেল চেকিং, ব্রাউজিং ছাড়াও মেসেজের জন্য ইউজাররা গুগলের ওপর নির্ভরশীল। এই সকল সুবিধা পাওয়ার জন্য ইউজারদের নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করতে হয়। এর জন্য ইউজারদের গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ।
কারণ বর্তমানে খুবই তেজ গতিতে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। ইউজারদের গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য খুব বেশি সময় খরচ করার প্রয়োজন নেই। কয়েকটি সামান্য স্টেপ ফলো করলেই ইউজাররা নিজেদের গুগল অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত রাখতে পারেন। এক নজরে তাই দেখে নেওয়া যাক গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার সহজ চারটি উপায়।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
গুগল সিকিউরিটি চেকআপ -
advertisement
advertisement
ইউজারদের ডিভাইস সুরক্ষিত রাখার জন্য গুগল সিকিউরিটি চেকআপ খুবই গুরুত্বপূর্ণ। এর সাহায্যে ইউজাররা যে ডিভাইস ব্যবহার করেন না, তা রিমুভ করতে পারেন। গুগলের তরফে ইউজারদের ডিভাইসের লিস্ট দেওয়া হয়, গুগল অ্যাকাউন্ট লগইন করার জন্য সেই সমস্ত ডিভাইসের প্রয়োগ করা হয়। এক্ষেত্রে যে সকল ডিভাইসের ব্যবহার করা হবে না, গুগল সেই সম্পর্কে জানিয়ে দেয় এবং তা রিমুভ করতে বলে।
advertisement
পাসওয়ার্ড ট্র্যাকিং -
সিকিউরিটি চেক আপের সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড ট্র্যাকিং খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেখে নেওয়া সম্ভব ইউজারদের পাসওয়ার্ড কোনও নিয়ম লঙ্ঘন করেছে কি না। এটি দেখে নিলে সঙ্গে সঙ্গে ইউজাররা নিজেদের পাসওয়ার্ড বদলে দিতে পারে। গুগলের তরফে ইউজারদের সেই পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
সেফ ব্রাউজিং -
advertisement
গুগলের কাছে একটি উন্নত ফিচার রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ওয়েবসাইট এবং সেখান থেকে ক্ষতিকর ফাইল ডাউনলোড করা থেকে বাঁচতে পারেন। গুগলের এই ফিচার ইউজারদের সতর্ক করে দেয়, সেই সকল ক্ষতিকর ওয়েবসাইট এবং ফাইল থেকে। এছাড়াও গুগলের তরফ ইউজারদের সতর্ক করে দেওয়া হয় তাঁদের পাসওয়ার্ডের কোনও ধরনের সমস্যা রয়েছে কি না সেই বিষয়ে।
advertisement
নিউ অ্যাকাউন্ট সাইন ইন অ্যালার্ট -
অনেক সময় ইউজাররা তাঁদের গুগল অ্যাকাউন্টের ব্যবহার অন্য ডিভাইসে করেন। এর ফলে গুগলের তরফে ইউজারদের কাছে নতুন সাইন ইন অ্যালার্ট পাঠানো হয়। এর মাধ্যমে ইউজাররা দেখে নিতে পারেন তাঁদের গুগল অ্যাকাউন্ট অন্য কোন কোন ডিভাইসে অ্যাক্সেস করা হয়েছে, সেটা দুনিয়ার যে কোনও প্রান্তে হতে পারে।
view commentsLocation :
First Published :
October 22, 2022 1:25 PM IST

