Samsung Galaxy-তে ৫৭ শতাংশ ছাড়! সোনার সুযোগ দিচ্ছে No Mo’ FOMO সেল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
উৎসবের মরশুমের কথা মাথায় রেখে Samsung নিয়ে এসেছে এই আকর্ষণীয় অফার।
Samsung ইন্ডিয়া ঘোষণা করেছে ‘নো মো ফোমো’ সেল। ভারতে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে Samsung নিয়ে এসেছে এই আকর্ষণীয় অফার।
এই সেলে Samsung গ্যালাক্সি ফোনের উপরে পাওয়া যাবে ৫৭ শতাংশ ছাড়। Samsung টিভির উপরে পাওয়া যাবে ৪৮ শতাংশ ছাড়। Samsung শপিং অ্যাপ থেকে Samsung টিভি কিনলে অতিরিক্ত ৪৫০০ টাকার ছাড় পাওয়া যাবে। এ ছাড়াও এই সেলে Samsung-এর বিভিন্ন পণ্যের উপরে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। এর মধ্যে রয়েছে স্মার্টওয়াচ, ল্যাপটপ, ট্যবালেট এবং অন্য বিভিন্ন সামগ্রী। Samsung-এর এক্সক্লুসিভ স্টোর এবং নতুন Samsung শপিং অ্যাপে এই সকল পণ্য পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে।
advertisement
Samsung গ্যালাক্সি ফোনের উপরে ৫৭ শতাংশ ছাড় -
advertisement
এই সেলে Samsung গ্যালাক্সির নির্দিষ্ট কয়েকটি ফোনের উপরে পাওয়া যাবে প্রায় ৫৭ শতাংশ ছাড়। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি জেড সিরিজের ফোন, গ্যালাক্সি এস সিরিজের ফোন এবং মিড রেঞ্জের গ্যালাক্সি এ সিরিজের ফোন। এ ছাড়াও এই সেলে গ্যালাক্সি এম এবং গ্যালাক্সি এফ সিরিজের ফোন পাওয়া যাচ্ছে এমন ছাড়ে। গ্যালাক্সি এ সিরিজের ফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়ে। Samsung-এর ওয়ারলেস চার্জার ডুয়োর দাম ৫,১৯৯ টাকা। কিন্তু এই সেলে গ্যালাক্সি জেড সিরিজের ফোন কিনলে এই ওয়ারলেস চার্জার ডুয়ো পাওয়া যাবে মাত্র ৪৯৯ টাকা দিয়ে।
advertisement
আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি
Samsung টিভি পাওয়া যাবে ৪৮ শতাংশ ছাড়ে এবং বিনামূল্যে পাওয়া যাবে গ্যালাক্সি এস২২ আলট্রা এবং গ্যালাক্সি এ৩২ ফোন -
এই সেলে Samsung টিভি পাওয়া যাবে ৪৮ শতাংশ ছাড়ে। এর মধ্যে রয়েছে Samsung ইউএইচডি এবং কিউলেড টিভি, যা ফ্রেম যুক্ত। এই সেলে ৭৫ ইঞ্চি, ৮৫ ইঞ্চি এবং ৯৫ ইঞ্চির নিও কিউলেড টিভি কিনলে ১,০৯,৯৯৯ টাকার গ্যালাক্সি এস২২ আলট্রা ফোন পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রিতে। এ ছাড়াও নির্দিষ্ট নিও কিউলেড, কিউলেড এবং ফ্রেম যুক্ত ইউএইচডি টিভি কিনলে গ্যালাক্সি এ৩২ ফোন পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
advertisement
ডিজিটাল অ্যাপ্লায়েন্স -
এই সেলে Samsung কোম্পানির বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে। এর মধ্যে রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার। এই সেলে এই ধরনের পণ্য পাওয়া যাবে ৪৩ শতাংশ ছাড়ে। এ ছাড়াও এই সেলে ২২.৫ শতাংশ ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। Samsung.com বা Samsung Shop App এবং Samsung এক্সক্লুসিভ স্টোরে এই অফার পাওয়া যাবে। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে এই অফার পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার
Samsung ট্যাবলেট -
Samsung-এর গ্যালাক্সি ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজের উপরে পাওয়া যাবে ৫৫ শতাংশ ছাড়। এ ছাড়াও নির্দিষ্ট কয়েকটি Samsung ল্যাপটপের উপরে পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়। যে সকল গ্রাহক আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করবেন তাঁরা অতিরিক্ত ১৫ শতাংশ ছাড় পেয়ে যাবেন।
view commentsLocation :
First Published :
September 26, 2022 9:52 AM IST

