শৌচাগারে বসে থাকা মহিলার ছবি তুলে ফেসবুকে পোস্ট করল রোবট ভ্যাকুয়াম ক্লিনার, তাজ্জব নেটদুনিয়া

Last Updated:

এই রোবট ভ্যাকুয়াম ক্লিনার আজব কাণ্ড ঘটিয়েছে। শৌচাগারে টয়লেট সিটে বসে থাকা এক মহিলার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এতটাই এগিয়ে গিয়েছে যে, এর মাধ্যমে মানুষ ঘরের কাজ থেকে শুরু করে আদালতে মামলা পর্যন্ত লড়ছে। এমনকী এর মাধ্যমে পরবর্তী কালে সফল অস্ত্রোপচারও সম্ভব হবে বলে দাবি করে আসছেন বিশেষজ্ঞরা! ফলে অনেকেই মনে করছেন যে, এই ইঁদুর-দৌড়ের ব্যস্ত জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন আরও সহজ-সরল করে তুলবে। তবে সব জিনিসের সুবিধা যেমন থাকে, তেমন অসুবিধাও রয়েছে। এটাও তার ব্যতিক্রম নয়। এআই সংক্রান্ত অসুবিধার কথাও হামেশাই খবরের শিরোনামে আসছে।
সম্প্রতি এমনই এক ঘটনার কথা সামনে এসেছে। অনেকেই আজকাল ঘরের কাজেও রোবটের সাহায্য নিয়ে থাকেন। সেই জন্য বাজারে আসছে রোবট ভ্যাকুয়াম ক্লিনার। যা ঘরদোর সাফসুতরো রাখবে। কিন্তু এই রোবট ভ্যাকুয়াম ক্লিনার আজব কাণ্ড ঘটিয়েছে। শৌচাগারে টয়লেট সিটে বসে থাকা এক মহিলার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
পরে জানা গিয়েছে যে, ওই মহিলা কোনও গ্রাহক নন, বরং রুম্বা রোবট ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারী সংস্থা iRobot-এর এক জন কর্মচারী ছিলেন। যদিও ঘটনাটি সাম্প্রতিক নয়। এটি ঘটেছিল ২০২০ সালে। রোবট ভ্যাকুয়াম ক্লিনারটির নতুন মডেলটিকে আরও উন্নত করার জন্য কর্মীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল নির্মাতা সংস্থা। আসলে রোবটটি কীভাবে ডেটা ব্যবহার করে, সেই বিষয়েই সচেতন করা হচ্ছিল কর্মীদের। এই রোবটের মডেলটিতে রয়েছে একটি ‘রেকর্ডিং ইন প্রসেস’ ট্যাব।
advertisement
advertisement
আসলে iRobot সান ফ্রান্সিসকোর অন্য একটি পার্টি Scale AI-তে এই ডেটা পাঠাচ্ছিল। সেখান থেকে এই ডেটা সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত ব্যক্তিদের কাছে গিয়েছে। মেশিনটি তার আশপাশের বস্তুগুলিকে ভাল করে চিনতে সক্ষম কি না, সেটা দেখার জন্যই মূলত রুম্বা দ্বারা তোলা সমস্ত ছবিগুলি নেওয়া হয়েছিল।
advertisement
স্কেল এআই-এর তরফে দাবি, নিজেদের নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট লঙ্ঘন করে ছবি পোস্ট করেছে কন্ট্রাক্টর। এর পরেই iRobot নিজের অংশীদারদের সঙ্গে চুক্তি শেষ করেছে। সেই সঙ্গে কী ভাবে ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই দিকটাও খতিয়ে দেখছে তারা। আপাতত অ্যামাজন (Amazon)-এর সঙ্গে ১.৭ মিলিয়ন ডলারের একটি চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে iRobot।
advertisement
পরিশ্রমের হাত থেকেও বাঁচায়:
এই রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনারটিতে রয়েছে ম্যাপিং ইন্টেলিজেন্ট লেজার নেভিগেশন। এই লেজার নেভিগেশনের কারণে এটি স্বয়ংক্রিয় ভাবে ঘরদোর পরিষ্কার করে এবং অতিরিক্ত পরিশ্রমের হাত থেকেও রক্ষা করে। এটি টাইলস, কার্পেট এবং কাঠের মেঝে পরিষ্কার করার কাজে ব্যবহার করা যেতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শৌচাগারে বসে থাকা মহিলার ছবি তুলে ফেসবুকে পোস্ট করল রোবট ভ্যাকুয়াম ক্লিনার, তাজ্জব নেটদুনিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement