Reliance Jio-র ধামাকা অফার! পেয়ে যান ৭৫ জিবি ডেটা, এক বছরের জন্য ফ্রি কলিং ও ৬টি অতিরিক্ত সুবিধা

Last Updated:

এর মধ্যে রয়েছে এক্সট্রা ডেটা, ট্রাভেল, হেল্থ, ফ্যাশন, এন্টারটেনমেন্টের মতো বিভিন্ন ধরনের সুবিধা।

টেলিকম সেক্টরের জনপ্রিয় সংস্থা Reliance Jio সম্প্রতি নিয়ে এসেছে বেশ কয়েকটি নতুন অফার। রিলায়েন্স জিও সম্প্রতি তাদের ষষ্ঠ বছরে পা রেখেছে। এর জন্য তারা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বেশ কয়েকটি আকর্ষণীয় অফার। রিলায়েন্স জিওর বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে বাজারে। এর মধ্যে যে সকল গ্রাহক রিলায়েন্স জিওর ২৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান ক্রয় করবেন, তাঁরা একই সঙ্গে ৬টি বেনিফিট পেয়ে যাবেন।
সম্প্রতি রিলায়েন্স জিওর তরফে ট্যুইটারে এই বিষয়ে জানানো হয়েছে। রিলায়েন্স জিওর তরফে ট্যুইট করে জানানো হয়েছে যে, রিলায়েন্স জিওর ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৬টি আলাদা আলাদা পরিষেবা পাবেন। এর মধ্যে রয়েছে এক্সট্রা ডেটা, ট্রাভেল, হেল্থ, ফ্যাশন, এন্টারটেনমেন্টের মতো বিভিন্ন ধরনের সুবিধা।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
রিলায়েন্স জিওর এই অফার শুরু হয়ে গিয়েছে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর থেকে। এক নজরে দেখে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই সকল সুবিধার সমস্ত খুঁটিনাটি। রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা অতিরিক্ত ৭৫ জিবি হাই স্পিড ডেটার সুবিধা পাবে। রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ট্রাভেল বেনিফিটের সুবিধা পাবেন। এর জন্য রিলায়েন্স জিওর গ্রাহকদের Ixigo-র কুপন দেওয়া হচ্ছে। এই কুপনের মাধ্যমে গ্রাহকরা ৪৫০০ টাকা অথবা তার ওপরে খরচের ওপর ৭৫০ টাকার ছাড় পাবেন। এছাড়াও রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের অফার। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত অফারও।
advertisement
advertisement
হেলথ -
রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে সকল গ্রাহকরা ৭৫০ টাকার আকর্ষণীয় ছাড় যুক্ত একটি হেলথ কুপন পাবেন। এটি হল নেটমেডসের (Netmeds) কুপন। এছাড়াও এর মধ্যে রয়েছে ২৫% ছাড় যুক্ত ৩টি ডিসকাউন্ট কুপন। যা লাগু হবে ১,০০০ টাকা এবং তার বেশি টাকার কেনাকাটার ওপরে।
ফ্যাশন -
advertisement
রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা AJIO-র কুপন পাবেন। এর মাধ্যমে গ্রাহকরা ২৯৯০ টাকা অথবা তার থেকে বেশি টাকার কেনাকাটার ওপর ৭৫০ টাকা অথবা তার বেশি টাকার ছাড় পাবেন।
এন্টারটেনমেন্ট -
রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা এন্টারটেনমেন্টের জন্য একটি কুপন পাবেন। সেই কুপনের মাধ্যমে গ্রাহকরা JioSaavn-এর ৬ মাসের প্যাকের ওপরে ৫০% ডিসকাউন্ট পেয়ে যাবেন।
advertisement
রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা রিলায়েন্স ডিজিটালের ৫০০ টাকার কুপন পেয়ে যাবেন। রিলায়েন্স ডিজিটালে গ্রাহকরা ৫০০০ টাকার ওপরে কেনাকাটা করলে সেই কুপনের মাধ্যমে ৫০০ টাকার ছাড় পাবেন।
advertisement
হকরা নিজেদের জিও নাম্বারে ২৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করার পর, এই সমস্ত কুপন তাঁদের মাই জিও অ্যাপের পার্সোনাল অ্যাকাউন্টের মাই কুপন সেকশনে পেয়ে যাবেন। সেখান থেকেই গ্রাহকরা যে কোনও কুপন ব্যবহার করতে পারবেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Reliance Jio-র ধামাকা অফার! পেয়ে যান ৭৫ জিবি ডেটা, এক বছরের জন্য ফ্রি কলিং ও ৬টি অতিরিক্ত সুবিধা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement