১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ-সহ Nord সিরিজের প্রথম স্মার্টওয়াচ আনল OnePlus

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক ওয়ানপ্লাসের এই বাজেট নর্ড ওয়াচের দাম এবং ফিচার

ওয়ানপ্লাস ভারতে লঞ্চ করেছে তাদের নর্ড ওয়াচ। ভারতে মঙ্গলবার থেকেই গ্রাহকরা কিনতে পারবেন এই বাজেট স্মার্টওয়াচ। ওয়ানপ্লাসের এই বাজেট স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ, স্পোর্টস মোড এবং অন্যান্য বিভিন্ন ধরনের উন্নত ও আধুনিক ফিচার। ওয়ানপ্লাসের বাজেট নর্ড ওয়াচ ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ডিভাইসেই। এক নজরে দেখে নেওয়া যাক ওয়ানপ্লাসের এই বাজেট নর্ড ওয়াচের দাম এবং ফিচার।
ভারতে ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম -
ভারতে এই ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম রাখা হয়েছে সকলের বাজেটের মধ্যে। ভারতে ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম হল ৪৯৯৯ টাকা। গ্রাহকরা ওয়ানপ্লাস নর্ড ওয়াচ কেনার সময় পেয়ে যাবেন স্পেশাল অফার। স্পেশাল এই ব্যাঙ্ক অফারের মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবে প্রায় ৫০০ টাকার ছাড়। অক্টোবরের ৪ তারিখ থেকেই গ্রাহকরা ওয়ানপ্লাস নর্ড ওয়াচ কিনতে পারবেন। ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটেই পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ।
advertisement
advertisement
ওয়ানপ্লাস বেশ কিছুদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা করছিল তাদের নতুন এই নর্ড ওয়াচের। বেশ কিছুদিন পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে তারা লঞ্চ করেছে তাদের নতুন এই স্মার্টওয়াচ। এই ওয়াচে ব্যবহার করা হয়েছে ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যাতে রয়েছে ৬০ এইচজেড রিফ্রেশ রেট। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ওয়াচের স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ৫০০ নিটসের পিক ব্রাইটনেস। এই স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে ১০০টি ওয়াচ ফেস।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ওয়ানপ্লাস নর্ড ওয়াচ কানেক্ট করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইফোনের সঙ্গে। এই দুটি ডিভাইসের সঙ্গে ওয়ানপ্লাস নর্ড স্মার্টওয়াচ কানেক্ট করা যাবে ব্লুটুথ ৫.২-এর মাধ্যমে। এর মাধ্যমে স্মার্টওয়াচ ও ফোনের সমস্ত ডেটা সিনক্রোনাইজ করা যাবে। ওয়ানপ্লাসের নর্ড স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে হার্টরেট সেন্সর, এসপিও২ মনিটর, মেনস্ট্রুয়াল ট্র্যাকার,স্ট্রেস সেনসর ইত্যাদির মতো একাধিক উন্নত ও আধুনিক স্বাস্থ্য সম্পর্কিত ফিচার। ওয়ানপ্লাস নর্ড ওয়াচের কেস তৈরি করা হয়েছে জিঙ্কের দ্বারা, যা সিলিকন স্ট্র্যাপ যুক্ত। ওয়ানপ্লাস নর্ড ওয়াচের ওজন মাত্র ৫২ গ্রাম। ওয়ানপ্লাস নর্ড ওয়াচের বক্সে ম্যাগনেটিক চার্জার রয়েছে।
advertisement
ওয়ানপ্লাস নর্ড ওয়াচে ব্যবহার করা হয়েছজে ১০৫টি স্পোর্টস মোড। এর মাধ্যমে গ্রাহকরা সাইক্লিং, রানিং, সুইমিং ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক ধারণা পাবেন। ওয়ানপ্লাস নর্ড ওয়াচে দেওয়া হয়েছে আইপি৬৮ রেটিং, যা এই স্মার্টওয়াচকে ধুলো এবং জল থেকে সুরক্ষা প্রদান করবে। ওয়ানপ্লাস নর্ড স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ২৩০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই স্মার্টওয়াচ একবার চার্জ দিলে একটানা প্রায় ১০ দিন পর্যন্ত চলবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ-সহ Nord সিরিজের প্রথম স্মার্টওয়াচ আনল OnePlus
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement