Instagram স্টোরিতে ছোট হয়ে যাচ্ছে ছবি? জেনে নিন ছবি ফুল স্ক্রিন রাখার সহজ কৌশল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Instagram Tips: এ জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত কোনও অ্যাপও মোবাইলে ইন্সটল করতে হবে না। শুধুমাত্র এই কয়েকটি ধাপ অনুসরণ করেই পাওয়া যেতে পারে মন মতো ফল
Instagram Tips: Instagram Story-তে অধিকাংশ সময় যে কোনও ছবি আপলোড করলে তা স্বয়ংক্রিয় ভাবে ছবিটির মান ও সাইজের অনুপাত কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে এমনও হয় যে Instagram-এ ছবি আপলোড করতে গিয়ে ছবির মূল অংশটিই ঢাকা পড়ে যায় বা বাদ চলে যায়। তবে এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। খুব সামান্য কৌশল ব্যবহার করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর সবচেয়ে ভাল বিষয় হল এই যে, এই কৌশলটি যে কোনও Android এবং iOS ডিভাইসে ব্যবহার করা যেতে পারে।
এ জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত কোনও খাটুনি দরকার নেই। অতিরিক্ত কোনও অ্যাপও মোবাইলে ইন্সটল করতে হবে না। শুধুমাত্র এই কয়েকটি ধাপ অনুসরণ করেই পাওয়া যেতে পারে মন মতো ফল।
Instagram Story-তে কোনও ছবি আপলোড করলেই তা নিজে থেকেই ছবিটিকে ১৬:৯-এর অনুপাতে ক্রপ (Crop) করে নেয় বা কেটে নেয়। তা হলে Instagram Story-তে কোনও ছবি আপলোড করতে হলে আমাদের বড় স্ক্রিনে ছবি তুলতে হবে। প্রায় সমস্ত ধরনের স্মার্টফোনেই এমন কিছু ফিচার থাকে যার সাহায্যে বিভিন্ন অনুপাতে ছবি তোলার সুবিধা ধাকে।
advertisement
advertisement
কী ভাবে ‘ফুল স্ক্রিন’ ছবি আপলোড করা যায়?
১. Instagram Story-তে ‘ফুল স্ক্রিন’ ছবি আপলোড করতে হলে ফোনে ছবি তোলার সময় ১৬:৯ অনুপাতের বিষয়টি মাথায় রাখতে হবে।
২. ১৬:৯-এর অনুপাতে ছবি তুলতে হলে প্রথমেই ফোনের ক্যামেরার অপশনে গিয়ে ওপরের দিকে ক্যামেরা সেটিংস অপশনে যেতে হবে।
advertisement
৩. এরপর ম্যানুয়াল মোডে গিয়ে বিভিন্ন বিকল্প অপশন থেকে নির্দিষ্ট অনুপাতের ফ্রেমটি নির্বাচন করতে হবে।
৪. একবার ফ্রেম নির্বাচন হয়ে গেলে ব্যবহারকারীরা ভিউ ফাইন্ডারে বিভিন্ন অনুপাতের ফ্রেম দেখতে পাবেন।
৫. যথাযথ অনুপাতের ফ্রেমটি নির্বাচন করে নিতে হবে।
আরও পড়ুন - WhatsApp দিয়ে কী ভাবে ব্যবহার করবেন Digilocker? দেখে নিন এক নজরে
৬. তবে ১৬:৯ অনুপাতের ফ্রেমে ছবির মান অনেকটাই কমে যায়। এ ক্ষেত্রে কিন্তু ব্যবহারকারীরা খুব একটা ভালো মানের ছবি পাবেন না।
advertisement
৭. এরপর যেমন ভাবে সব সময় ছবি আপলোড করেন সে ভাবেই আপলোড করতে হবে।
৮. এর পর দেখবেন ঠিক যতটা স্ক্রিন জুড়ে ছবিটি রয়েছে Instagram Story ঠিক সেই অনুপাতের ফ্রেমটিই আপলোড করছে।
৯. এ বার ছবিটি Instagram Story-তে আপলোড হয়ে গেলে ‘Done’ অপশনে ক্লিক করে দিলেই হল।
Location :
First Published :
June 02, 2022 5:59 PM IST