Income Tax Refund: ইনকাম ট্যাক্স বেশি দিয়ে দিলেও চিন্তা নেই, জানুন কয়েক ক্লিকে রিটার্ন পাওয়ার উপায়

Last Updated:

Income Tax Refund: দু'টি পদ্ধতির মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ড-এর স্টেটাস ট্র্যাক করা সম্ভব।

ইনকাম ট্যাক্স বেশি দিয়ে দিলেও চিন্তা নেই, জানুন কয়েক ক্লিকে রিটার্ন পাওয়ার উপায়!
ইনকাম ট্যাক্স বেশি দিয়ে দিলেও চিন্তা নেই, জানুন কয়েক ক্লিকে রিটার্ন পাওয়ার উপায়!
#কলকাতা: ইনকাম ট্যাক্স (Income Tax) বেশি দিয়ে দিলে চিন্তার কোনও কারণ নেই। নির্দিষ্ট কয়েকটি পদ্ধতির মাধ্যমে সহজেই কিন্তু সেটি ফেরত পাওয়া যায়। কেউ যদি বেশি ইনকাম ট্যাক্স দিয়ে দেয় এবং ইনকাম ট্যাক্স রিফান্ড (Income Tax Refund) পাওয়ার উপযোগী হয়, তাহলে সে সেটি ফেরত পেতে পারে। নির্দিষ্ট উপায়ের মাধ্যমে সেটি করলে ইনকাম ট্যাক্স রিফান্ড পাওয়া সম্ভব। ইনকাম ট্যাক্স রিফান্ড ফাইল করার পর ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেই বিষয়ে একটি নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। তার পর ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার পর সেই টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
ইনকাম ট্যাক্স রিফান্ড (Income Tax Refund) এর স্টেটাস ট্র্যাক করার উপায়
দু'টি পদ্ধতির মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ড-এর (Income Tax Refund) স্টেটাস ট্র্যাক করা সম্ভব। একটি হল নিউ ইনকাম ট্যাক্স পোর্টালের মাধ্যমে ট্র্যাক করা। আরেকটি হল এনএসডিএল (NSDL) ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক করা যাব।
advertisement
advertisement
নিউ ইনকাম ট্যাক্স (Income Tax) পোর্টালের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ডের স্টেটাস ট্র্যাক করার উপায়
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে www.incometax.gov.in। এর পর লগ ইন করতে হবে নিজেদের অ্যাকাউন্টে। নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটি করতে হবে। এক্ষেত্রে নিজেদের প্যান (PAN) নম্বর হল ইউজার আইডি।
advertisement
স্টেপ ২ - লগ ইন করার পর 'ই-ফাইল' (e-file) অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এর পর 'ইনকাম ট্যাক্স রিটার্নস' (Income Tax Returns) সিলেক্ট করতে হবে। এর পর খুলতে হবে 'ভিউ ফাইলড রিটার্নস' (View Filed Returns)
স্টেপ ৪ - এবার সেখানে চেক করতে হবে লেটেস্ট আইটিআর (ITR) ফাইলড। এরপ র 'ভিউ ডিটেলস' (View Details) অপশন সিলেক্ট করতে হবে। সেখানেই দেখা যাবে নিজেদের আইটিআর-এর ডিটেলস স্টেটাস।
advertisement
এনএসডিএল (NSDL) ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ডের স্টেটাস ট্র্যাক করার উপায়
স্টেপ ১ - প্রথমেই ইন্টারনেট ব্রাউজারে এন্টার করতে হবে https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html
স্টেপ ২ - এর পর সেখানে নিজেদের প্যান (PAN)-এর ডিটেলস দিতে হবে।
advertisement
স্টেপ ৩ - এর পর যেই বছরের রিফান্ড স্টেটাস দেখতে চাওয়া দরকার, সেই বছর সিলেক্ট করতে হবে।
স্টেপ ৪ - এর পর ক্যাপচা কোড এন্টার করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সেটি সাবমিট করার পরেই দেখা যাবে আইটিআর-এর ডিটেলস স্টেটাস।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Income Tax Refund: ইনকাম ট্যাক্স বেশি দিয়ে দিলেও চিন্তা নেই, জানুন কয়েক ক্লিকে রিটার্ন পাওয়ার উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement