গেস্ট রুমের সঙ্গী সোফা কাম বেড, জায়গা বাঁচিয়ে সাজিয়ে তুলুন ঘর

Last Updated:

অ্যামাজনের চলতি বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ভাল ছাড়ে পাওয়া যাচ্ছে কিছু সোফা কাম বেড। দেখে নেওয়া যাক এক নজরে

শুরু দুর্গাপুজো, আর তার পরেই দীপাবলি। যেমন উৎসবের আসা-যাওয়া, তেমনই লেগে থাকবে বাড়িতে লোকের আনাগোনাও। এমন পরিস্থিতিতে ঘর সাজাতে আসবাবপত্র তো লাগবেই। আর আসবাবের মধ্যে সবচেয়ে বেশি দরকার হয় সোফার। লোক বসাতে সোফার জুড়ি মেল ভার। কিন্তু ঘরের মাপও যে ভাবে কমছে, তাতে বড় সোফা রাখাও বেশ সমস্যার। তাই সোফা কাম বেড সব থেকে ভাল। কারণ এটি খুব কম জায়গা নেয়। খাটের কাজও হল, আবার সোফারও। অ্যামাজনের চলতি বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ভাল ছাড়ে পাওয়া যাচ্ছে কিছু সোফা কাম বেড। দেখে নেওয়া যাক এক নজরে।
অ্যামাজন ব্র্যান্ড - সোলিমো দারিয়াস সোফা কাম বেড: বাড়ির জন্য সোফা কাম বেড কিনতে চাইলে অ্যামাজন থেকে এই ব্র্যান্ডের সোফা দুর্দান্ত। এই সোফা কাম বেড খুবই উপযোগী এবং একে ড্রয়িং রুমেও রাখা যায়। প্রয়োজনে বিছানাও তৈরি করা যেতে পারে। অতিথির জন্য কোনও সমস্যা থাকবে না। অ্যামাজনের এই সোফা বেডগুলির ৩১০ কেজির বহন ক্ষমতা আছে। দুই রঙে পাওয়া যায় এই সোলিমো দারিয়াস সোফা কাম বেড।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
উবারলাইফ সোফা কাম বেড: এটি তিনজনের বসার জন্য একটি দুর্দান্ত সোফা। এটি উচ্চ মানের কাপড় থেকে তৈরি করা হয়েছে। এটি পরিষ্কার করাও বেশ সহজ। বিশেষ বিষয় হচ্ছে এর সঙ্গে কুশনও পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
স্লিপিহেড সোফাবেড ওয়ান: স্লিপিহেড ব্র্যান্ড থেকে একটি সোফা কাম বেড ঘরে আনতে চাইলে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের থেকে ভাল সময় হতে পারে না। এটি কেবল বসার জন্যই আরামদায়ক নয়, একে বিছানায় পরিবর্তিত করলেও বেশ আরামদায়ক হয়। বর্তমানে এই সোফা কাম বেড মাত্র ১৩৪৯৮ টাকায় কিনতে পারেন গ্রাহকরা।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ফ্রেশ আপ ফোল্ডিং সোফা বেড: গ্রহণযোগ্যতার দিক থেকে এর জুড়ি মেল ভার। সোফা কাম বেডের ব্যবহারকারীরা একে ৫ স্টার রেটিং দিয়েছেন। ছোট জায়গায় এটিকে সোফার মতো ভাঁজ করে সারা দিন ব্যবহার করতে পারা যাবে এবং রাতে সেটা খুলে ফেলেই হয়ে যাবে খাট।
advertisement
সেভেন্থ হেভেন কাঠের সোফা কাম বেড: সেভেন্থ হেভেন ব্র্যান্ডের এটা একটা কাঠের সোফা কাম বেড। আকারের দিক থেকে সোফা কাম বেডটি ৭২ * ৪৪ * ১৬ ইঞ্চির। আকাশি নীল রঙের সোফা দেখতে চমৎকার। সবথেকে গুরুত্বপূর্ণ- এটাতে চার জন একসঙ্গে বসতে পারবেন। সোফাটির পায়াগুলো শক্তিশালী রোজউড কাঠের তৈরি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গেস্ট রুমের সঙ্গী সোফা কাম বেড, জায়গা বাঁচিয়ে সাজিয়ে তুলুন ঘর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement