ফেসবুকের সার্চ হিস্টরি ক্লিয়ার করতে চান? দেখে নিন ধাপে ধাপে কীভাবে করবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কীভাবে Facebook.com এ সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয়, জেনে নিন
Delete Facebook Search History: সোশ্যাল মিডিয়া বর্তমানে জীবনেরই অংশ হয়ে উঠেছে। প্রত্যেকেই কোনও না কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ট্যুইটার এবং টেলিগ্রাম হল এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আবার এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। সকালে চোখ খুলে ফেসবুক স্ক্রল করেই দিন শুরু হয় অনেকের। আবার এটাও সত্যি যে ফেসবুক অনেক মানুষের জীবনের প্রথম অ্যাপ যা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।
বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। এটা ব্যবহার করাও সহজ। ফেসবুকের মাধ্যমে পুরনো বন্ধুদের খুঁজে পাওয়া তো যায়ই, যোগাযোগ করা যায় সংস্থা কিংবা ব্যক্তির সঙ্গেও। বানানো যায় নতুন বন্ধু। তবে এটা ব্যবহারের সময় হয়ত অনেকেরই মনে এসেছে, ফেসবুকের সার্চ হিস্টরি ডিলিট করা যায় কি? হ্যাঁ যায়। খুব সহজ ব্যাপার। এখানে দেখে নেওয়া যাক সেই সহজ ট্রিক।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
ফেসবুকে হিস্টরি ডিলিট করার উপায়:
advertisement
১। প্রথমে স্মার্টফোনে ফেসবুক অ্যাপ খুলতে হবে।
২। এরপর ক্লিক করতে হবে ‘সার্চ’ অপশনে। এটা স্ক্রিনের উপরের দিকে রয়েছে।
৩। সার্চ খোলার পর ‘এডিট’ অপশনে ক্লিক করতে হবে। এটা রিসেন্ট সার্চ হিস্টরির কাছেই পাওয়া যাবে।
advertisement
৪। এরপরেই খুলে যাবে অ্যাকটিভিটি লগ। সেখানে ক্লিয়ার সার্চ অপশনে ক্লিক করলেই যাবতীয় ফেসবুক হিস্টরি মুছে যাবে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
কীভাবে Facebook.com এ সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয়:
advertisement
১। যাঁরা ফেসবুক অ্যাপের বদলে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন, তাঁদের ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট Facebook.com-এ যেতে হবে।
২। এবার উপরের ডান দিকের কোণে থাকা ড্রপ ডাউনে ক্লিক করতে হবে।
৩। এরপর যেতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে। এরপর অ্যাকটিভিটি লগে ক্লিক করতে হবে।
৪। তাহলেই সামনে আসবে ‘লগড অ্যাকশনস অ্যান্ড আদার অ্যাকটিভিটি’ অপশন। তাতে ক্লিক করতে হবে।
advertisement
৫। এখানে ব্যবহারকারী সার্চ হিস্টরি অপশন দেখতে পাবেন। এরপর সেখান থেকে ক্লিয়ার সার্চে ক্লিক করে সার্চ হিস্টরি ক্লিয়ার করা যাবে।
view commentsLocation :
First Published :
October 02, 2022 7:20 PM IST

