Zoom, Google Meet, Microsoft Teams-এ ব্যাকগ্রাউন্ড বদলে নিন ইচ্ছামতো, জানুন কীভাবে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Background change process step by step: এক নজরে দেখে নেওয়া যাক, কী ভাবে এই অ্যাপের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি!
#কলকাতা: করোনা মহামারীর ফলে সারা বিশ্ব এখন পরিচিত ভিডিও কলের নানা অ্যাপের সঙ্গে। অফিস, স্কুল, কোচিং, বন্ধুদের সঙ্গে আড্ডা ইত্যাদি যাবতীয় কাজের জন্য সকলেরই অন্যতম ভরসা হয়ে উঠেছে নানা ধরনের ভিডিও কলিং অ্যাপ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জুম (Zoom), গুগল মিট (Google Meet), মাইক্রোসফট টিমস (Microsoft Teams)। এই সব অ্যাপের দ্বারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক সঙ্গে যোগাযোগ করা যায় অনেক জনের সঙ্গে। একগুচ্ছ পরিষেবার সঙ্গে সঙ্গে এই অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করা যায়। এর ফলে যে যেখানেই থাকুক না কেন, তাকে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না, নিজেদের পছন্দের ছবিটি ফুটে ওঠে তাদের ব্যাকগ্রাউন্ডে। এবার এক নজরে দেখে নেওয়া যাক, কী ভাবে এই অ্যাপের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি!
জুম (Zoom) অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম
১. প্রথমে জুম অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিজেও মিটিং পরিচালনা করতে পারবেন ইউজার, অথবা অন্য মিটিংয়েও প্রবেশ করতে পারবেন, নির্দিষ্ট মিটিংয়ের লিঙ্কে ক্লিক করে।
২. এর পর ভিডিও আইকনের অপশনটি ক্লিক করতে হবে। সেখানে থাকা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড (Virtual Background) অপশনটি ক্লিক করতে হবে।
advertisement
advertisement
৩. এবার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড বেছে নিতে হবে অথবা নিজের পছন্দমত ছবিও আপলোড করা যায়, যা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাতে চাই।
৪. ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার পর একবার প্রিভিউ দেখে নিয়ে, সেটি ক্লোজ করে দিতে হবে। তাহলেই আমাদের পছন্দের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ঠিকমতো সেট হয়ে যাবে।
গুগল মিট (Google Meet) অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম
১. প্রথমে গুগল মিট অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিজেও মিটিং পরিচালনা করতে পারবেন ইউজার, অথবা অন্য মিটিংয়েও প্রবেশ করতে পারবেন, নির্দিষ্ট মিটিংয়ের লিঙ্কে ক্লিক করে।
advertisement
২. এর পর নিচের তিনটি ডট এর-মত দেখতে অপশনটি ক্লিক করতে হবে। এর পর Change Background অপশনে ক্লিক করতে হবে।
৩. এবার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া যায় অথবা আমাদের পছন্দমত ছবিও আপলোড করতে পারি আমরা, যা নিজেদের ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাতে চাই।
৪. ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার পর একবার প্রিভিউ দেখে নিয়ে, সেটি ক্লোজ করে দিতে হবে। তাহলেই পছন্দের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ঠিক মতো সেট হয়ে যাবে।
advertisement
মাইক্রোসফট টিমস (Microsoft Teams) অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম
১. প্রথমে মাইক্রোসফট টিমস অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিজেও মিটিং পরিচালনা করতে পারবেন ইউজার, অথবা অন্য মিটিংয়েও প্রবেশ করতে পারবেন, নির্দিষ্ট মিটিংয়ের লিঙ্কে ক্লিক করে।
২. এর পর নিচের তিনটি ডট এর-মত দেখতে অপশনটি ক্লিক করতে হবে। এর পর Change Background অপশনে ক্লিক করতে হবে।
advertisement
৩. এবার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া যায় অথবা আমাদের পছন্দমত ছবিও আপলোড করতে পারি আমরা, যা নিজেদের ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাতে চাই।
৪. ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার পর একবার প্রিভিউ দেখে নিয়ে, সেটি ক্লোজ করে দিতে হবে। তাহলেই পছন্দের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ঠিক মতো সেট হয়ে যাবে।
Location :
First Published :
September 13, 2021 10:57 PM IST