সব চলুক প্ল্যানমাফিক; এক নজরে দেখে নিন গুগল শিটে নিজেদের ক্যালেন্ডার তৈরি করার উপায়

Last Updated:

গুগল শিটে একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে ইউজাররা গুগল টুল থেকে সরাসরি ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারে...

গুগল শিট (Google Sheet) হল একটি অনলাইন টুল। যার মাধ্যমে স্প্রেডশিট এবং টেবিল তৈরি করা যায়। গুগল শিট সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ডেটা সুরক্ষিত ভাবে সেভ করে রাখার জন্য। এর মাধ্যমে ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের ফরম্যাট। গুগল শিটে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার। এর মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দ মতো শিট তৈরি করতে পারে।
ইউজাররা গুগল শিটের বিভিন্ন ধরনের ফিচার ব্যবহার করে শিট তৈরি করে সেটি সেভ করে রাখতে পারে এবং অন্যের সঙ্গেও শেয়ার করতে পারে। আবার প্রয়োজন হলে সেটি এডিট করাও সম্ভব। গুগল শিটে একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে ইউজাররা গুগল টুল থেকে সরাসরি ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারে। এর ফলে গুগল শিট ব্যবহার করে ইউজাররা নিজস্ব ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক ধাপে ধাপে সেই উপায়।
advertisement
advertisement
গুগল শিটে নিজস্ব ক্যালেন্ডার তৈরি করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই গুগল শিট ওপেন করে খুলতে হবে একটি নতুন স্প্রেডশিট। গুগল ক্রোম ব্যবহার করে নিজেদের ডেস্কটপেই খোলা যাবে সেটি।
advertisement
স্টেপ ২ - এরপর ক্লিক করতে হবে ফাইল ট্যাব।
স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে নিউ অপশনে। এরপর সিলেক্ট করতে হবে 'ফ্রম টেমপ্লেট গ্যালারি।'
স্টেপ ৪ - এরপর সেই টেমপ্লেট থেকে ক্লিক করতে হবে অ্যানুয়াল ক্যালেন্ডার।
স্টেপ ৫ - এরপর সেই অ্যানুয়াল ক্যালেন্ডার নিজেদের স্প্রেডশিটে অ্যাড করতে হবে। এভাবেই তৈরি করা যাবে নিজস্ব ক্যালেন্ডার।
advertisement
গুগল শিটের নিজস্ব ক্যালেন্ডারে সমস্ত তারিখ এবং দিন নিজেদের কাজ অনুযায়ী সাজিয়ে রাখা সম্ভব। গুগল শিটে ইউজাররা তাদের ক্যালেন্ডার কাস্টমাইজ করেও রাখতে পারে। এখানে নিজেদের পছন্দ মতো ইউজাররা থিম, ডিজাইন এবং ফরম্যাট ব্যবহার করতে পারে। এছাড়াও গুগল শিটের ক্যালেন্ডারে ইউজাররা বছর পরিবর্তন করতে পারে নিজেদের পছন্দ অনুযায়ী। এটি করতে গেলে শুধু শিটের বছর পরিবর্তন করলেই হবে যা রয়েছে শিটের ডান দিকে।
advertisement
এছাড়াও গুগল শিটের নিজস্ব ক্যালেন্ডারে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী কোনও নির্দিষ্ট তারিখ এন্টার করতে পারে। এছাড়াও সেই বিশেষ তারিখের পাশে কিছু লিখেও রাখতে পারে। এর ফলে তাদের মনে থাকবে সেই বিশেষ দিনের কথা। এভাবেই গুগল শিটের নিজস্ব ক্যালেন্ডার তৈরি করে ইউজাররা তাদের প্ল্যান তৈরি করে রাখতে পারবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সব চলুক প্ল্যানমাফিক; এক নজরে দেখে নিন গুগল শিটে নিজেদের ক্যালেন্ডার তৈরি করার উপায়
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement