Instagram-এ নিজের অ্যানিমেটেড অবতার তৈরি করেছেন তো? না করলে থাকলে জেনে কীভাবে করবেন

Last Updated:

Instagram Avatar: এই অবতারের মাধ্যমেই ইউজার মেটাভার্সের সব সুবিধা নিতে পারবেন

এক নজরে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে অবতার তৈরি করার উপায়
এক নজরে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে অবতার তৈরি করার উপায়
How to create your Instagram Avatar: Meta চেষ্টা করে চলেছে মেটাভার্সের জগতে প্রবেশ করার জন্য। এর জন্য তারা বিভিন্ন নতুন ফিচার নিয়ে আসতে চলেছে তাদের ইউজারদের জন্য। কেন না, মেটাভার্সের দুনিয়া হবে আলাদা, পরিচিত সোশ্যাল মিডিয়ার সঙ্গে এর তফাত থাকবে বিস্তর। তাই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ইউজারদের জন্য নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার। এর মধ্যে একটি হল অবতার।
অর্থাৎ ইউজারদের অবতার রূপ ব্যবহার করা যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে । এর মাধ্যমে ইউজাররা তাদের নিজেদের অবতার তৈরি করতে পারবে। যা তারা ব্যবহার করতে পারবে প্রোফাইল পিকচার হিসাবে। এক নজরে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে অবতার তৈরি করার উপায়। কেন না, এই অবতারের মাধ্যমেই ইউজার মেটাভার্সের সব সুবিধা নিতে পারবেন।
স্টেপ ১ - প্রথমেই ইনস্টাগ্রাম ওপেন করে নিজেদের প্রোফাইলে যেতে হবে।
advertisement
advertisement
স্টেপ ২ - এরপর ক্লিক করতে হবে হ্যামবার্গার মেনু। যা স্ক্রিনের ডানদিকের উপরের কোণে রয়েছে। এরপর সেটিং ওপেন করতে হবে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
স্টেপ ৩ - এরপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর অবতার অপশনে যেতে হবে। এরপর খুলে যাবে অবতার তৈরি করার স্ক্রিন।
advertisement
স্টেপ ৪ - এরপর সিলেক্ট করতে হবে স্কিন টোন। এরপর এগিয়ে যেতে হবে নিজেদের ইনস্টাগ্রামের অবতার তৈরি করার জন্য।
স্টেপ ৫ - অবতার তৈরি করার জন্য ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশন রয়েছে। ইউজারদের অবতার লুক সঠিক করার জন্য বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে ইউজারা নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করতে পারে। ইউজাররা নিজেদের পছন্দ মতো স্ট্রাকচার, চুলের স্টাইল, চোখ, ফেস লাইন, চোখের আইব্রো, ভুরু, চোখের পাতা, নাকের শেপ, বডি টাইপ, আউটফিট ইত্যাদি বেছে নিতে পারে। ইউজারদের মতো অবতার তৈরি করার জন্য এই সকল অপশন দেওয়া হয়েছে ইনস্টাগ্রামে।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
স্টেপ ৬ - বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করে নিজেদের পছন্দ মতো অবতার বানানোর পরে, স্ক্রিনের ডানদিকের উপরে থাকা ডান  বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৭ - এরপর সেভ অপশনে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৮ - এরপর একটি অপশন দেখতে পাওয়া যাবে। ইনস্টাগ্রামের অবতার ফেসবুকে ব্যবহার করার জন্য সেই অপশন দেওয়া হয়েছে। ক্লিক সিঙ্ক প্রোফাইল ইনফো অপশনে ক্লিক করে ফেসবুকেও ব্যবহার করা যাবে এই অবতার। ইউজারার ফেসবুকে সেই অবতার ব্যবহার করতে না চাইলে নট নাও  অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৯ - ইনস্টাগ্রামে ইউজারদের অবতার তৈরি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram-এ নিজের অ্যানিমেটেড অবতার তৈরি করেছেন তো? না করলে থাকলে জেনে কীভাবে করবেন
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement