Govt Has So Far Blocked 320 Mobile Apps | এখনও পর্যন্ত ৩২০টি মোবাইল অ্যাপ ব্যান করল সরকার, জানুন বিশদে

Last Updated:

Govt Has So Far Blocked 320 Mobile Apps | অ্যাপগুলি দেশের নিরাপত্তার স্বার্থে তথ্য-প্রযুক্তি আইনের মাধ্যমেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Govt Has So Far Blocked 320 Mobile Apps : ভারত সরকার তার নাগরিকদের সুরক্ষার জন্য এবং দেশের সুরক্ষার জন্য এখনও পর্যন্ত প্রায় ৩২০টি মোবাইল অ্যাপ বন্ধ (320 Mobile Apps Banned) করে দিয়েছে। বুধবার লোকসভায় একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী সোম প্রকাশ (Som Prakash) এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের নিরাপত্তা, প্রতিরক্ষার স্বার্থে ওই অ্যাপগুলি ব্যান (320 Mobile Apps Banned) করা হয়েছে। ২০২০ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত মোট ৩২০টি চিনা অ্যাপ ব্যান করেছে কেন্দ্রীয় সরকার এবং সব অ্যাপগুলি দেশের নিরাপত্তার স্বার্থে তথ্য-প্রযুক্তি আইনের মাধ্যমেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অ্যাপগুলি ব্যান করার সময় ভারত সরকারের তরফে জানানো হয়েছিল, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সেগুলি ব্যান করা হয়েছে। যদিও Tiktok-এর মতো সংস্থা জানিয়েছিল ভারত সরকারের (Indian Government) সব নিয়ম মেনেই তারা ভারতে ব্যবসা করবে এবং তার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই সুনিশ্চিত করবে সংস্থাটি। ভারতে ব্যবসা বন্ধ হলেও বিশ্বের বহু দেশে ব্যবসা করছে Tiktok। এমনকী Google-কে দমিয়ে রেখে ডাউনলোডে শীর্ষ স্থানে উঠে এসেছে ওই অ্যাপটি। কিন্তু ভারতে এখনও চালু করতে পারেনি তাদের ব্যবসা। কারণ চিনা এই অ্যাপ দেশের সুরক্ষা বিঘ্নিত করতে পারে।
advertisement
advertisement
সর্বপ্রথম 2020 সালের ২৯ জুন ২২৪টি চিনা অ্যাপ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই তালিকায় ছিল Tiktok, Helo, PUBG Mobile, Likee, UC News, UC Browser, Bigo Live, ES File Explorer-এর মতো জনপ্রিয় অ্যাপগুলি। তার প্রভাব পড়েছে FDI-এ। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি ভারতে বিনিয়োগ করেছে চিন। শুধু সেই সময় নয়, এর পর আরও একবার একাধিক অ্যাপ ব্যান (Mobile app banned) করা হয়েছিল। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৪৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যদিও ফেব্রুয়ারি মাসে যে অ্যাপগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলো আগেও নিষিদ্ধ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ওই অ্যাপগুলি ফের নাম পরিবর্তন করে ফিরে এসেছিল। আর সেকারণেই ওই অ্যাপগুলো নতুন করে নিষিদ্ধ করার দরকার হয়েছে।
advertisement
এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সোম প্রকাশ বলেন, "ইন্টারনেট ব্যবহারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত প্রায় ৩২০টি অ্যাপ ব্লক করেছে। ওই অ্যাপগুলি তথ্যপ্রযুক্তি আইন,২০০০এর ৬৯A ধারায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি ভারতে বিনিয়োগ করেছে চিন। তিনি জানিয়েছেন, "ভারতে সমগ্র FDI-এর হিসেব ধরা হলে চিন রয়েছে ২০ নম্বর স্থানে। যা মোট FDI-এর .৪৩ শতাংশ।"
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Govt Has So Far Blocked 320 Mobile Apps | এখনও পর্যন্ত ৩২০টি মোবাইল অ্যাপ ব্যান করল সরকার, জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement