How To Change WhatsApp Font Size On Your Smartphone | এক নজরে দেখে নিন WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায়

Last Updated:
How To Change WhatsApp Font Size On Your Smartphone | এর জন্য WhatsApp এর সেটিং অপশনে গিয়ে ফলো করতে হবে ৪টি স্টেপ।
1/6
How To Change WhatsApp Font Size: বিশ্বের সবথেকে বড় মেসেঞ্জার অ্যাপ হল WhatsApp। এই মেসেজিং অ্যাপ বিশ্ব জুড়ে খুবই জনপ্রিয়। সম্প্রতি বেশ কিছু সময় ধরে WhatsApp তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে একের পর এক ফিচার। WhatsApp এর এই সকল ফিচারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব। ইউজারদের সুবিধার জন্য নিয়ে আসা হয়েছে WhatsApp এর বিভিন্ন ধরনের ফিচার। কিন্তু WhatsApp এর ফন্ট সাইজ নিয়ে অনেক সময়েই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু এটি পরিবর্তন করা সম্ভব। একই সঙ্গে WhatsApp এর চ্যাটের ফন্ট সাইজও পরিবর্তন করা সম্ভব। এক নজরে দেখে নিন WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায়।
How To Change WhatsApp Font Size: বিশ্বের সবথেকে বড় মেসেঞ্জার অ্যাপ হল WhatsApp। এই মেসেজিং অ্যাপ বিশ্ব জুড়ে খুবই জনপ্রিয়। সম্প্রতি বেশ কিছু সময় ধরে WhatsApp তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে একের পর এক ফিচার। WhatsApp এর এই সকল ফিচারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব। ইউজারদের সুবিধার জন্য নিয়ে আসা হয়েছে WhatsApp এর বিভিন্ন ধরনের ফিচার। কিন্তু WhatsApp এর ফন্ট সাইজ নিয়ে অনেক সময়েই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু এটি পরিবর্তন করা সম্ভব। একই সঙ্গে WhatsApp এর চ্যাটের ফন্ট সাইজও পরিবর্তন করা সম্ভব। এক নজরে দেখে নিন WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায়।
advertisement
2/6
WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায় (How To Change WhatsApp Font Size)- WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য ৪টি স্টেপ ফলো করা প্রয়োজন। এই ৪টি সহজ স্টেপের মাধ্যমে পরিবর্তন করা যাবে  WhatsApp এর ফন্ট সাইজ। এর জন্য  WhatsApp এর সেটিং অপশনে গিয়ে ফলো করতে হবে ৪টি স্টেপ। এক নজরে দেখে নিন সেই ৪টি স্টেপ।
WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায় (How To Change WhatsApp Font Size)- WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য ৪টি স্টেপ ফলো করা প্রয়োজন। এই ৪টি সহজ স্টেপের মাধ্যমে পরিবর্তন করা যাবে WhatsApp এর ফন্ট সাইজ। এর জন্য WhatsApp এর সেটিং অপশনে গিয়ে ফলো করতে হবে ৪টি স্টেপ। এক নজরে দেখে নিন সেই ৪টি স্টেপ।
advertisement
3/6
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে WhatsApp অ্যাপ। এরপর ক্লিক করতে হবে মেনু (Menu) বাটনে। এরপর সিলেক্ট করতে হবে সেটিং (Setting) অপশন। এরপর WhatsApp এর ডানদিকের উপরে থাকা ৩ টি ভারটিকাল ডটে ক্লিক করতে হবে। এটি রয়েছে WhatsApp এর হোমস্ক্রিনে। এরপর সিলেক্ট করতে সেটিং অপশন।
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে WhatsApp অ্যাপ। এরপর ক্লিক করতে হবে মেনু (Menu) বাটনে। এরপর সিলেক্ট করতে হবে সেটিং (Setting) অপশন। এরপর WhatsApp এর ডানদিকের উপরে থাকা ৩ টি ভারটিকাল ডটে ক্লিক করতে হবে। এটি রয়েছে WhatsApp এর হোমস্ক্রিনে। এরপর সিলেক্ট করতে সেটিং অপশন।
advertisement
4/6
স্টেপ ২ - এরপর যেতে হবে চ্যাট (Chat) সেটিং অপশনে। এরপর চ্যাট সেকশনে গিয়ে ক্লিক করতে হবে চ্যাট অপশনে। এরপর সিলেক্ট করতে হবে ফন্ট সাইজ (Font Size) অপশন।
স্টেপ ২ - এরপর যেতে হবে চ্যাট (Chat) সেটিং অপশনে। এরপর চ্যাট সেকশনে গিয়ে ক্লিক করতে হবে চ্যাট অপশনে। এরপর সিলেক্ট করতে হবে ফন্ট সাইজ (Font Size) অপশন।
advertisement
5/6
স্টেপ ৩ - ফন্ট সাইজ অপশন ক্লিক করার পর দেখতে পাওয়া যাবে একটি পপআপ। সেখানে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের অপশন। স্মল, মিডিয়াম এবং লার্জ। এখান থেকে নিজেদের পছন্দ মত বেছে নিতে হবে যে কোনও একটি অপশন।
স্টেপ ৩ - ফন্ট সাইজ অপশন ক্লিক করার পর দেখতে পাওয়া যাবে একটি পপআপ। সেখানে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের অপশন। স্মল, মিডিয়াম এবং লার্জ। এখান থেকে নিজেদের পছন্দ মত বেছে নিতে হবে যে কোনও একটি অপশন।
advertisement
6/6
স্টেপ ৪ - ওই তিনটি অপশন থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ফন্ট সাইজ বেছে নেওয়ার পরে WhatsApp এ শুরু করা যেতে পারে নিজেদের কথোপকথন। এ বার সেখানে দেখা যাবে নিজেদের পছন্দ অনুযায়ী ফন্ট সাইজ। এই ক্ষেত্রে যে যেই ধরনের অপশন অর্থাৎ স্মল, মিডিয়াম বা  লার্জ অপশন বেছে নিয়েছে, সেটাই  WhatsApp এর ফন্ট সাইজ হয়ে যাবে।
স্টেপ ৪ - ওই তিনটি অপশন থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ফন্ট সাইজ বেছে নেওয়ার পরে WhatsApp এ শুরু করা যেতে পারে নিজেদের কথোপকথন। এ বার সেখানে দেখা যাবে নিজেদের পছন্দ অনুযায়ী ফন্ট সাইজ। এই ক্ষেত্রে যে যেই ধরনের অপশন অর্থাৎ স্মল, মিডিয়াম বা লার্জ অপশন বেছে নিয়েছে, সেটাই WhatsApp এর ফন্ট সাইজ হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement