Google লঞ্চ করল তাঁদের প্রথম স্মার্টওয়াচ Pixel Watch, দেখে নিন দাম এবং ফিচার

Last Updated:

গুগল পিক্সেল ওয়াচের মূল কাঠামো তৈরি করা হয়েছে ৮০ শতাংশ পুনর্ব্যবহার্য উপকরণ দ্বারা।

বহু প্রতীক্ষার পর Google প্রকাশ করেছে তার আসন্ন পণ্যগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য। পিক্সেল ৭ সিরিজ স্মার্টফোনের পাশাপাশি Google Pixel  Watch-এর সমস্ত ফিচার সম্পর্কে জানিয়েছে তারা।
গুগলের তরফে জানানো হয়েছে যে, এই Pixel  watch স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে এবং এতে ব্যবহার করা হয়েছে আধুনিক এবং উন্নত ফিচার। গুগল পিক্সেল ওয়াচে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, থিক বেজেলস, এক্সিনস চিপসেট এবং ওয়ারওএস প্ল্যাটফর্ম। এক নজরে দেখে নেওয়া যাক গুগল পিক্সেল ওয়াচের দাম এবং ফিচার।
advertisement
advertisement
ওয়াই-ফাই যুক্ত গুগল পিক্সেল ওয়াচের দাম ৩৪৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,২৬৯ টাকা। অন্য দিকে এলটিই ভ্যারিয়েন্ট যুক্ত গুগল পিক্সেল ওয়াচের দাম ৩৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩২,০০০ টাকা। গুগল পিক্সেল ওয়াচ লঞ্চ করা হতে চলেছে কয়েকটি নির্দিষ্ট দেশে। কিন্তু, সে সব দেশের তালিকায় নেই ভারতের নাম, এমনই জানা গিয়েছে।
advertisement
Google Pixel  Watch-এর ফিচার -
গুগল পিক্সেল ওয়াচের মূল কাঠামো তৈরি করা হয়েছে ৮০ শতাংশ পুনর্ব্যবহার্য উপকরণ দ্বারা। স্যামসাং এবং অ্যাপল ইতিমধ্যেই এই ধরনের উপকরণ ব্যবহার করা শুরু করেছে। গুগল পিক্সেল ওয়াচের ব্যান্ডে ব্যবহার করা হয়েছে সফট টাচ কোটিং। এই ব্যান্ড ছাড়া গুগল পিক্সেল ওয়াচের ওজন মাত্র ৩৬ গ্রাম। এর ফলে গুগল পিক্সেল ওয়াচ সব সময় পরে থাকতে কোনও সমস্যা নেই। ঘুমানোর সময়ও এটি পরতে কোনও অসুবিধা নেই। গুগল তাদের স্মার্টঘড়ির ব্যান্ডের ডিজাইন এমন ভাবে করেছে যাতে ছোট এবং বড় দুই ধরনের রিস্টেই মানানসই হয়। অর্থাৎ স্থূল এবং কৃশকায় মানুষের হাতেই পরা যাবে গুগল পিক্সেল ওয়াচ।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
গুগল পিক্সেল ওয়াচ যুক্ত করা যাবে অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন ৮.০ এবং তার পরবর্তী ভার্সনের সঙ্গে। গুগল পিক্সেল ওয়াচে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। এই ওয়াচে ব্যবহার করা হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এ ছাড়াও গুগল পিক্সেল ওয়াচে ব্যবহার করা হয়েছে ৩২০ পিপিআই ডেনসিটি এবং ১০০০ নিটসের ব্রাইটনেস। গুগল পিক্সেল ওয়াচে ব্যবহার করা হয়েছে ওয়ার ওএস ৩.৫ ভার্সন, এক্সিনস ৯১১০ এসওসি যা ২ জিবি র্যা ম যুক্ত। এ ছাড়াও এতে রয়েছে ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ। গুগলের পিক্সেল ওয়াচে ব্যবহার করা হয়েছে সাইড বাটন এবং হ্যাপ্টিক ক্রাউন। গুগলের বেশিরভাগ অ্যাপ ব্যবহার করা যাবে পিক্সেল ওয়াচে।
advertisement
এই পিক্সেল ওয়াচে ব্যবহার করা হয়েছে করনিং গ্লাস ৫ এবং ৫ এটিএম ওয়াটার রেসিস্ট্যান্ট। গুগল পিক্সলে ওয়াচে রয়েছে ম্যাগনেটিং চারজিং ইউনিট।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google লঞ্চ করল তাঁদের প্রথম স্মার্টওয়াচ Pixel Watch, দেখে নিন দাম এবং ফিচার
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement