Switch to Android: নিমেষেই iOS থেকে সমস্ত ডেটা চলে আসবে Android-ফোনে, এমনই অ্যাপ এনেছে Google

Last Updated:

Google's 'Switch To Android' App For iPhone Is Finally Here | Google-এর Switch to Android অ্যাপ খুব সহজে এবং নিরাপদে আপনার গুরুত্বপূর্ণ ডেটা, ছবি, ভিডিও, কন্ট্যাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট প্রভৃতি একটি নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে সরিয়ে ফেলতে সাহায্য করে

Google's 'Switch To Android' App For iPhone Is Finally Here
Google's 'Switch To Android' App For iPhone Is Finally Here
Switch to Android: iOS হোক বা Android— নিজেকে সেই ব্যবস্থায় অভ্যস্ত করে ফেলতে পারলে আর কোনও অসুবিধা নেই। কিন্তু সমস্যা হল পরিবর্তনের পথটা। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এ একটা বিড়ম্বনা। Android থেকে iOS বা iOS থেকে Android, ডেটা বদল করার ক্ষেত্রে বিস্তর সমস্যায় পড়তে হয়।
এ বার সেই পথে খানিকটা স্বস্তির হাওয়া এনে দিল Google। তবে তা Android-এর পথ সুগম করবে। সম্প্রতি গুগল লঞ্চ করেছে একটি অ্যাপ যা iOS থেকে Android-এ পরিবর্তনের ঝক্কি খানিকটা শিথিল করবে। এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা তাদের iPhone –এর ডেটা সহজেই Android ফোনে নিয়ে আসতে পারবেন। 9to5 Google-এর সূত্র থেকে জানা গিয়েছে, এই অ্যাপটির নাম Switch to Android এবং এটি ব্যবহার করলে আর কোনও ডেটা কেবলের প্রয়োজন পড়বে না।
advertisement
সাধারণত Android থেকে iOS বা উল্টোটা হলে স্মার্টফোন ব্যবহারকারী তার ডেটা হারিয়ে ফেলেন। এ থেকে বাঁচার একমাত্র উপায় হল কম্পিউটার। প্রথমে সব ছবি, ভিডিও কম্পিউটারে চালান করে, তাকে ফের স্মার্টফোনে ভরে নিতে হয়। গুগলের নতুন অ্যাপ এই জটিল পথকে খানিকটা সহজ করে তুলবে।
advertisement
advertisement
এই অ্যাপের বিবরণীতে বলা হয়েছে ‘Google-এর Switch to Android অ্যাপ খুব সহজে এবং নিরাপদে আপনার গুরুত্বপূর্ণ ডেটা, ছবি, ভিডিও, কন্ট্যাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট প্রভৃতি একটি নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে সরিয়ে ফেলতে সাহায্য করে—এ জন্য ডেটা কেবলের প্রয়োজন হয় না। এর বাইরেও অ্যাপটি আপনাকে নতুন ডিভাইসটির সেটিং-এ নানা রকম সাহায্য করে। যেমন, iOS-এ চালু থাকা iMessage বন্ধ করে দেয়, যাতে আপনার পরিবার বা বন্ধুদের পাঠানো কোনও মেসেজ হারিয়ে না যায়। অ্যাপটি ব্যবহারকারীর কাছে একগুচ্ছ অনুমতি চায়, যাতে iPhone-এর ডেটা অ্যান্ড্রয়েডে বদলি করে দেওয়া যায়।’
advertisement
এই অ্যাপের মাধ্যমে শুধু যে কন্ট্যাক্ট নম্বর, ক্যালেন্ডার ইভেন্ট, ছবি বা ভিডিও iPhone থেকে Android ফোনে বদলি করে নেওয়া যায় তা-ই নয়, ব্যবহারকারীরা তাদের iCloud-এর ডেটাও বদলি করে নিতে পারেন এর মাধ্যমে।
advertisement
তবে সমস্যা অন্যত্র। 9to5 Google-এর তরফে জানান হয়েছে যে, Switch to Android অ্যাপটি তালিকাভুক্ত অ্যাপ নয়। ফলে কোনও ব্যবহারকারী যদি অ্যাপ স্টোরে গিয়ে এটির খোঁজ করেন, তিনি হয়তো তা পাবেন না। এটি এখনও অ্যাপ স্টোরে আসেনি, তাই সরাসরি লিঙ্ক থেকেই এটি ডাউনলোড করে নিতে হবে। Google এখনও জানায়নি যে, কবে এই অ্যাপটি স্টোরে আসবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Switch to Android: নিমেষেই iOS থেকে সমস্ত ডেটা চলে আসবে Android-ফোনে, এমনই অ্যাপ এনেছে Google
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement