Gmail Tips: ভুলের জন্য আর লজ্জায় পড়তে হবে না, দেখে নিন Gmail আনসেন্ড করার উপায়

Last Updated:

ভুল করে অন্যদের মেল পাঠিয়ে দিলেও, সেটি আনসেন্ড করা যাবে। একনজরে দেখে নেওয়া যাক এর উপায় ধাপে ধাপে।

বর্তমানে জিমেল খুবই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ মূলত জিমেল ব্যবহার করেই বিভিন্ন ধরনের তথ্য আদান-প্রদান করা হয়। স্কুল, কলেজ থেকে শুরু করে অফিসের প্রায় সকল কাজের প্রধান মাধ্যম জিমেল। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভুলবশত কারও কাছে কোনও মেল চলে গিয়েছে। একবার সেই মেল চলে গেলে, আর কিছু করার থাকে না। কিন্তু সম্প্রতি জিমেল নিয়ে এসেছে নতুন একটি ফিচার।
এই ফিচারের মাধ্যমে ভুলবশত কোনও মেল পাঠিয়ে দেওয়া হলে তৎক্ষণাৎ সেটির স্টেটাস পরিবর্তন করা যাবে। অর্থাৎ জিমেলে মেল পাঠিয়ে দিয়েও সেটি আনসেন্ড করা যাবে। সুতরাং এর মাধ্যমে জিমেলের ইউজারদের বিশাল সুবিধা হবে। ভুল করে অন্যদের মেল পাঠিয়ে দিলেও, সেটি আনসেন্ড করা যাবে। কিন্তু, এর জন্য একটি কথা মাথায় রাখা প্রয়োজন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটি করতে হবে। একনজরে দেখে নেওয়া যাক এর উপায় ধাপে ধাপে।
advertisement
advertisement
- এর জন্য সবার প্রথমে জিমেল ওপেন করতে হবে।
- এরপর See All Settings-এ ক্লিক করতে হবে। এই অপশনটি রয়েছে সেটিংস সেকশনের ডান দিকের ওপরে।
advertisement
- এরপর নিজেদের পছন্দ অনুযায়ী বাতিল করার সময় বেছে নিতে হবে। ৫,১০,২০ অথবা ৩০ সেকেন্ড থেকে যে কোনও একটি অপশন বেছে নিতে হবে। এই ক্ষেত্রে সবসময় মনে রাখা প্রয়োজন যে, এখানে যে সময় বেছে নেওয়া হবে, সেই সময়ের মধ্যেই প্রক্রিয়াটি করতে হবে। অর্থাৎ ভুল করে অন্য কাউকে মেল পাঠিয়ে দিলে, বেছে নেওয়া সেই সময়ের মধ্যেই সেটি আনসেন্ড করতে হবে।
advertisement
- এরপর Save Changes অপশনে ক্লিক করতে হবে যা নিচে রয়েছে।
ই-মেল আনসেন্ড করার উপায় -
- একবার মেল সেন্ড করা হয়ে গেলে, সেখানে দুটি অপশন দেখা যাবে- Undo এবং View Message অপশন।
- এরপর Undo অপশনে ক্লিক করতে হবে।
এভাবেই জিমেলে ভুল করে পাঠিয়ে দেওয়া মেল আনসেন্ড করা যাবে। সহজ কয়েকটি উপায় ফলো করলেই জিমেলের এই সমস্যা এড়ানো সম্ভব। এর ফলে জিমেলের ইউজারদের কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail Tips: ভুলের জন্য আর লজ্জায় পড়তে হবে না, দেখে নিন Gmail আনসেন্ড করার উপায়
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement