Google-এর দীপাবলি সারপাইজ! ইংরেজিতে ‘দিওয়ালি’ লিখুন আর দেখুন মজাটা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Google Celebrates Diwali: ইউজারদের জন্য এই পেজে রয়েছে দিওয়ালির সারপ্রাইজ, যেখানে রয়েছে বেশ কয়েকটি জ্বলন্ত প্রদীপ এবং উজ্জ্বল আলোর সমারোহ।
Google Celebrates Diwali: পরের সপ্তাহেই পুরো ভারত জুড়ে শুরু হতে চলেছে দিওয়ালি। কিন্তু এখন থেকেই পুরো দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি। আলোর এই উৎসবের জন্য এখন থেকেই সকলে ঘর সাজানোর তোড়জোর শুরু করেছেন। দিওয়ালির এই উৎসবে সামিল হয়েছে সার্চ জায়েন্ট গুগলের মতো বৃহৎ কোম্পানিও। গুগল তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে দিওয়ালি সারপ্রাইজ।
কোম্পানির তরফে জানানো হয়েছে যে ভারতের ইউজারদের জন্য নিয়ে আসা হয়েছে Diwali সার্চ টেক্সট বক্স। ভারতের ইউজাররা এখন থেকে গুগলের পেজে দিওয়ালি লেখা সার্চ টেক্সটবক্স দেখতে পাবেন। গুগলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল @GoogleIndia থেকে জানানো হয়েছে যে, ভারতের ইউজাররা সার্চ দিওয়ালি বললে বা সার্চ বারে Diwali টাইপ করলেই সেই পেজটি খুলে যাবে। ভারতের ইউজারদের জন্য এই পেজে রয়েছে দিওয়ালির সারপ্রাইজ, যেখানে রয়েছে বেশ কয়েকটি জ্বলন্ত প্রদীপ এবং উজ্জ্বল আলোর সমারোহ।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
দিওয়ালির উৎসবের কথা মাথায় রেখে গুগল ইন্ডিয়া নিয়ে এসেছে এই অভিনব সার্চ টেক্সটবক্স। ভারতের ইউজাররা গুগলে গিয়ে দিওয়ালি লিখে সার্চ করলেই খুলে যাবে এই দিওয়ালি সার্চ টেক্সটবক্স। যেখানে দিওয়ালির কথা মাথায় রেখে খুব সুন্দর করে সেটি সাজানো হয়েছে। এই পেজের উপরের দিকে বড় বড় করে ইংরেজিতে লেখা রয়েছে দিওয়ালি। সেই পেজে অনেক ধরনের প্রদীপের ব্যবহার করা হয়েছে এবং নিচের দিকে ইংরেজিতে লেখা রয়েছে ফেস্টিভিটি । সেই প্রদীপের চারপাশে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল তারা।
advertisement
advertisement
প্রদীপের পেছনে জ্বলজ্বল করছে সেই উজ্জ্বল তারা। ইউজাররা কারসার নাড়ালে সেই প্রদীপ ছড়িয়ে পড়বে পুরো স্ক্রিন জুড়ে। তার পর একটা একটা করে প্রদীপ নিজে হাতে জ্বালাতেও পারবেন তাঁরা। দিওয়ালির উৎসবের কথা মাথায় রেখে গুগল খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তাদের এই দিওয়ালি পেজ।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
গুগলে ইউজাররা 'Diwali' বা 'Diwali 2022' লিখে সার্চ করলেই এই সুন্দর অ্যানিমেশন দেখতে পাবেন। স্মার্টফোনে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ডিভাইসের গুগল মোবাইল অ্যাপে এটি দেখা যাবে। এক্ষেত্রে মোবাইলে যে কোনও প্রদীপে ক্লিক করলেই ইউজারদের মোবাইল স্ক্রিন জুড়ে ফুটে উঠবে সেই উজ্জ্বল প্রদীপ। ইউজারদের একটি ক্লিকেই মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারের গোটা স্ক্রিন জুড়ে ফুটে উঠবে উজ্জ্বল প্রদীপ। ভারতে আসন্ন দিওয়ালি উৎসবের কথা মাথায় রেখে গুগল নিয়ে এসেছে অভিনব এই সাজবাহার।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের ডিভাইসের স্ক্রিন প্রদীপের আলোয় ভরিয়ে তোলার উপায় -
- এর জন্য প্রথমেই গুগল ব্রাউজারের সার্চ উইন্ডো ওপেন করতে হবে।
- এরপর সেখানে গিয়ে সার্চ করতে হবে 'Diwali' অথবা 'Diwali 2022' কিওয়ার্ড।
- এরপর স্ক্রিনের উপরে দিওয়ালি লেখা দেখা যাবে। একপাশে জ্বলন্ত প্রদীপ দেখা যাবে।
advertisement
- এরপর সেই প্রদীপের উপরে ক্লিক করতে হবে।
- এরপর কারসার নাড়ালেই সেখানে থাকা আলো জ্বলজ্বল করতে দেখা যাবে।
- স্ক্রিনে দেখা যাবে আরো অনেকগুলো প্রদীপ, তবে সেগুলো জ্বলন্ত নয়।
- এবার জ্বলন্ত প্রদীপটা এক এক করে অন্যগুলোয় ছুঁইয়ে দিলে সেগুলোও জ্বলে উঠবে।
view commentsLocation :
First Published :
October 18, 2022 2:50 PM IST

