প্যান্ডেল হপিংয়ে পাশে থাকুক মনের মানুষটা! সঙ্গী খুঁজে পেতে ডাউনলোড করুন এই অ্যাপস

Last Updated:

Dating Apps রয়েছে, যা ব্যবহারকারীদের মনের মানুষ খুঁজে পেতে সাহায্য করে

পুজো মানেই বাঙালিয়ানা। পুজো মানেই সাজগোজ-কেনাকাটা। আর পুজো মানে আবার প্রেমও বটে! পুজোয় শাড়ি-পাঞ্জাবির সেই চিরন্তন জুটি! শুধু কি তা-ই? অষ্টমীতে মনের মানুষটাকে পাশে নিয়ে অঞ্জলি দেওয়ার অনুভূতিটাই আলাদা! কিন্তু সিঙ্গেল থাকলে তো আর কিছু করার নেই। পুজোর দিনগুলোতে মনের মানুষটাকে সঙ্গে নিয়ে ঘোরার ইচ্ছেগুলো অধরাই থেকে যায়। তবে একটা সুযোগ কিন্তু রয়েছে! কারণ এখনও পুজো আসতে আরও দিন কয়েক বাকি। আর এই কটা দিনই সিঙ্গেল তকমাটা ঘুচিয়ে ফেলার জন্য যথেষ্ট! কিন্তু কীভাবে? সেই উপায়ের কথাই তো বলব আজ।
আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হাজারো অপশন। ইন্টারনেটের দৌলতে আজ গোটা পৃথিবীই যেন এক ছাদের তলায় চলে এসেছে। শপিং থেকে শুরু করে বন্ধু খোঁজা কিংবা সঙ্গী খোঁজার দারুণ মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর অ্যান্ড্রয়েড কিংবা আইওএস-এ এমন কিছু Dating Apps রয়েছে, যা ব্যবহারকারীদের মনের মানুষ খুঁজে পেতে সাহায্য করে। কথা না-বাড়িয়ে সেই সব অ্যাপ সম্পর্কেই জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
Bumble হল একটি ডেটিং অ্যাপ। তবে এখানে একটা মজার বিষয় রয়েছে! মহিলারা যদি নিজে থেকে পিং না-করেন, তা-হলে তাঁর সঙ্গে চ্যাট করতে পারবেন না পুরুষরা। সারা বিশ্বে বাম্বলের প্রায় ৪ কোটি সক্রিয় ব্যবহারকারী আছেন। এর মধ্যে অবশ্য ২৫ লক্ষ সক্রিয় ব্যবহারকারী এই সাইটের পরিষেবার জন্য অর্থ প্রদান করেন। বিশ্বের প্রায় দেড়শোটিরও বেশি দেশে শাখাপ্রশাখা বিস্তার করেছে এই সংস্থা। আর প্রত্যেক সক্রিয় ব্যবহারকারীর থেকে গড়ে তারা ২৬.৮৪ ডলার আয় করে। বাম্বলের পাশাপাশি এই সংস্থার Badoo নামে আরও একটি অ্যাপ রয়েছে।
advertisement
এটাও এক ধরনের অনলাইন ডেটিং অ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারী নিজের পছন্দসই সঙ্গীর সঙ্গে আলাপচারিতা সেরে নিতে পারবেন। আর টিন্ডারের বিশেষত্ব হল, ব্যবহারকারী যেখানে রয়েছেন, সেই সংলগ্ন এলাকাতেই অন্য টিন্ডার ব্যবহারকারীর সঙ্গে আলাপ করে নিতে পারবেন। ইচ্ছে হলে বন্ধুত্বও গড়ে তোলা যেতে পারে। আসলে যাঁরা বন্ধুত্ব করতে এবং বন্ধুর সঙ্গে গল্প করতে ভালোবাসেন, তাঁদের জন্য এই অ্যাপটি দুর্দান্ত। এই অ্যাপটির মাধ্যমে স্যুইপিং মোশন sweeping motion-এর সাহায্যে নিজের পছন্দের ব্যবহারকারীদের ছবি নির্বাচন করে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা যেতে পারে।
advertisement
OkCupid:
এই অ্যাপটি Android এবং iOS- উভয় জায়গাতেই পাওয়া যায়। আর এটাও একটা ডেটিং টুল! OkCupid-এ Flavors সিস্টেমের মতো একটা ফিচার থাকে। আসলে এর মাধ্যমে ব্যবহারকারী Kinky Nerds, Beard Lovers, World Travellers- এই ভাবে নিজের ম্যাচ খুঁজে নেওয়ার সুযোগ পান। OkCupid-এ মেসেজিং টুল, পার্সোনালিটি ক্যুইজ, ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশনের মতো সুবিধাও থাকে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্যান্ডেল হপিংয়ে পাশে থাকুক মনের মানুষটা! সঙ্গী খুঁজে পেতে ডাউনলোড করুন এই অ্যাপস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement