Amazon Great Indian Festival Sale 2021: কবে থেকে শুরু হচ্ছে কেনাকাটার মহোৎসব? কী কী অফার থাকছে?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Amazon Great Indian Festival Sale 2021: এক নজরে দেখে নেওয়া যাক Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কী কী নতুন চমক থাকতে পারে।
#কলকাতা: অবশেষে Amazon ভারতে তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২১-এর (Amazon Great Indian Festival Sale 2021) ডেট ঘোষণা করল। আসন্ন উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই Amazon নিয়ে আসতে চলেছে তাদের এই ধামাকা। ৪ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া Flipkart-এর বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) সেলের ঠিক তিন দিন আগে থেকে Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হবে। এর থেকেই বোঝা যাচ্ছে যে অনলাইনে বিভিন্ন জিনিসের ওপর পাওয়া যাবে বাম্পার অফার। এক নজরে দেখে নেওয়া যাক Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কী কী নতুন চমক থাকতে পারে।
Amazon-এর তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Indian Festival Sale 2021) নানা ধরনের বাম্পার অফার পাওয়া যাবে। স্মার্টফোন (Smartphone), ল্যাপটপ (Laptop), অ্যাকসেসারিজ (Accessories), অডিও প্রোডাক্টস (Audio Products), টিভি (Tv), অ্যাপ্লায়েন্সেস (Appliances) ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টসের ওপর থাকবে বাম্পার অফার। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে প্রায় ১০০০-এর ওপর নানা ব্র্যান্ডের প্রোডাক্ট লঞ্চ করা হবে, যেমন - Apple, Asus, Fossil, HP, OnePlus, Samsung, Sony, Xiaomi ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের নতুন মডেলের স্মার্টফোন মেগা সেলের মাধ্যমে বিক্রি করা হবে। তাই বিশাল বিশাল অফার পাওয়ার জন্য আর মাত্র ক'টা দিন অপেক্ষা করতে হবে।
advertisement
advertisement
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale 2021) ২০২১-এ বিশেষ ছাড় থাকবে Amazon's Echo এর স্মার্ট স্পিকারস এবং ডিসপ্লে, Fire TV প্রোডাক্টস, Kindle E-book রিডার্সের ওপর। এছাড়াও এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে লঞ্চ করা হতে পারে Sony PlayStation 5 এবং Microsoft Xbox Consoles। Amazon Prime-এর সাবস্ক্রাইবাররা আগে থেকেই এই সেলের সুবিধা লাভ করতে পারবেন।
advertisement
গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২১-এ, Amazon-এর পার্টনার হয়েছে HDFC ব্যাঙ্ক। এর ফলে HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ১০ শতাংশ ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও HDFC ব্যাঙ্কের মাধ্যমে Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কোনও প্রোডাক্ট কিনলে ইএমআই (EMI)-এর সুবিধাও পাওয়া যাবে। তাই বাম্পার অফারে, নিজেদের পছন্দের জিনিস কেনার জন্য অপেক্ষা করতে হবে ৪ অক্টোবর পর্যন্ত। কারণ সেই দিনই, Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২১ শুরু হতে চলেছে।
Location :
First Published :
September 25, 2021 11:00 AM IST