Flipkart Big Billion Days: এক নজরে দেখে নেওয়া যাক নতুন কী কী লঞ্চ হতে চলেছে

Last Updated:
Flipkart Big Billion Days: Flipkart প্লাস মেম্বাররা আগে থেকেই এর সুবিধা গ্রহণ করতে পারবেন
1/6
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে Flipkart বিগ বিলিয়ন ডেজ (Big Billion Days)। আসন্ন উৎসবের মরসুমের কথা মাথায় রেখে ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকা। Flipkart প্লাস মেম্বাররা আগে থেকেই এর সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রায় সমস্ত কিছুর ওপরেই ছাড় থাকলেও, ইলেকট্রনিক জিনিসের ওপর থাকবে বিশেষ ছাড়। এই কয়েকদিন মোবাইলের ওপরে পাওয়া যাবে আকর্ষণীয় সব অফার। বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানি তাদের নতুন নতুন ফোন Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ -র মধ্যেই লঞ্চ করে। আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফারের জন্য অনেকেই Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজের অপেক্ষায় থাকেন। এবারের Flipkart বিগ বিলিয়ন ডেজে কী কী লঞ্চ হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে Flipkart বিগ বিলিয়ন ডেজ (Big Billion Days)। আসন্ন উৎসবের মরসুমের কথা মাথায় রেখে ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকা। Flipkart প্লাস মেম্বাররা আগে থেকেই এর সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রায় সমস্ত কিছুর ওপরেই ছাড় থাকলেও, ইলেকট্রনিক জিনিসের ওপর থাকবে বিশেষ ছাড়। এই কয়েকদিন মোবাইলের ওপরে পাওয়া যাবে আকর্ষণীয় সব অফার। বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানি তাদের নতুন নতুন ফোন Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ -র মধ্যেই লঞ্চ করে। আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফারের জন্য অনেকেই Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজের অপেক্ষায় থাকেন। এবারের Flipkart বিগ বিলিয়ন ডেজে কী কী লঞ্চ হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক!
advertisement
2/6
Realme 4K Google TV Stick - Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকায় Realme তাদের নতুন Realme ৪কে গুগল টিভি স্টিক (4K Google TV Stick) লঞ্চ করতে পারে। এটি টিভির এইচডিএমআই (HDMI) এর সঙ্গে লাগালেই স্মার্ট আপগ্রেড (Upgrade) টিভির সুবিধা পাওয়া যাবে। এটি পুরনো টিভিতেও সেট করা যাবে।
Realme 4K Google TV Stick - Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকায় Realme তাদের নতুন Realme ৪কে গুগল টিভি স্টিক (4K Google TV Stick) লঞ্চ করতে পারে। এটি টিভির এইচডিএমআই (HDMI) এর সঙ্গে লাগালেই স্মার্ট আপগ্রেড (Upgrade) টিভির সুবিধা পাওয়া যাবে। এটি পুরনো টিভিতেও সেট করা যাবে।
advertisement
3/6
Moto Tab 8 - মোটোরোলা (Motorola) তাদের নতুন ট্যাবলেট ডাবড (Tablet Dubbed) মোটো ট্যাব ৮ (Moto Tab 8) লঞ্চ করতে পারে।
Moto Tab 8 - মোটোরোলা (Motorola) তাদের নতুন ট্যাবলেট ডাবড (Tablet Dubbed) মোটো ট্যাব ৮ (Moto Tab 8) লঞ্চ করতে পারে।
advertisement
4/6
Oppo A55 - Flipkart এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকায় অপো (Oppo) লঞ্চ করতে পারে তাদের নতুন অপো এ৫৫ (Oppo A55) ফোনটি।
Oppo A55 - Flipkart এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকায় অপো (Oppo) লঞ্চ করতে পারে তাদের নতুন অপো এ৫৫ (Oppo A55) ফোনটি।
advertisement
5/6
Motorola Edge 20 Pro - এছাড়াও মোটোরোলা তাদের নতুন ফোন মোটোরোলা এজ ২০ প্রো (Motorola Edge 20 Pro) লঞ্চ করতে পারে। মোটোরোলার গ্লোবাল এডিশন মোটোরোলা এজ ২০ প্রো স্পোর্টস ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে (OLED Display), ১৪৪এইচজেড রিফ্রেশ রেট (144Hz Refresh Rate) এবং এইচডিআর (HDR) সাপোর্ট। এছাড়াও এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮৭০ এসওসি (Qualcomm Snapdragon 870 SoC), ১২ জিবি এলপিডিডি আর৫ র‍্যাম (LPDDR5 RAM)এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ (UFS 3.1 Storage)।
Motorola Edge 20 Pro - এছাড়াও মোটোরোলা তাদের নতুন ফোন মোটোরোলা এজ ২০ প্রো (Motorola Edge 20 Pro) লঞ্চ করতে পারে। মোটোরোলার গ্লোবাল এডিশন মোটোরোলা এজ ২০ প্রো স্পোর্টস ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে (OLED Display), ১৪৪এইচজেড রিফ্রেশ রেট (144Hz Refresh Rate) এবং এইচডিআর (HDR) সাপোর্ট। এছাড়াও এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮৭০ এসওসি (Qualcomm Snapdragon 870 SoC), ১২ জিবি এলপিডিডি আর৫ র‍্যাম (LPDDR5 RAM)এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ (UFS 3.1 Storage)।
advertisement
6/6
মোবাইল ছাড়াও Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকায় ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি ইলেকট্রনিক জিনিসের ওপর থাকবে বিশেষ ছাড়। অন্য যে কোনও জায়গার থেকে অনেক কম দামেই বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকায়।
মোবাইল ছাড়াও Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকায় ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি ইলেকট্রনিক জিনিসের ওপর থাকবে বিশেষ ছাড়। অন্য যে কোনও জায়গার থেকে অনেক কম দামেই বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে Flipkart-এর এই বিগ বিলিয়ন ডেজ ধামাকায়।
advertisement
advertisement
advertisement