Amazon Finds Under Rs 300: পড়ার টেবিলে রাখুন এই আলো, বাঁচবে বিদ্যুৎ খরচ, স্নিগ্ধ হবে ঘর
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Led lamps under Rs 300: নানা রকম দামে পাওয়া যেতে পারে মিনি স্টাডি ল্যাম্প। দেখে নেওয়া যাক এক নজরে—
আলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ঘরের এক এক জায়গায়, প্রয়োজন অনুযায়ী এক এক রকম আলো লাগানো উচিত।
আগে শুধু পড়াশোনার জন্য টেবিল ল্যাম্প ব্যবহার করা হত। কিন্তু এখন তার নানা রকম ব্যবহার। আবার অনেকেই মনে করেন পুরো ঘরে আলো জ্বালিয়ে পড়লে মনোসংযোগে বিঘ্ন ঘটে। রাত জেগে অফিসের কাজ করতে গেলেও একটি টেবিল ল্যাম্প খুব জরুরি।
যাঁরা মিনি LED লাইট খুঁজছেন, তাঁরা Amazon-এ খোঁজ করতে পারেন। নানা রকম দামে পাওয়া যেতে পারে মিনি স্টাডি ল্যাম্প। দেখে নেওয়া যাক এক নজরে—
Amazon Basics 9W:
advertisement
advertisement
Amazon থেকে এই ল্যাম্পটির কিনে নেওয়া যেতে পারে ১০৭৯ টাকায়। এই ডিমিং রিচার্জেবল টেবিল ল্যাম্পগুলিতে পাওয়া যায় তিন রকমের অপশন— কুল ডে লাইট, নিউট্রাল লাইট এবং ওয়ার্ম লাইট। এর মাথা নিজের ইচ্ছে মতো বাঁকিয়ে নেওয়া যায় প্রয়োজন অনুসারে। খুব উচ্চমানের আলো, টেকসই ব্যাটারি ব্যাকআপ এর বিশেষত্ব। এটি বিদ্যুৎ সাশ্রয়েও সাহায্য করে।
advertisement
এই স্টাডি ল্যাম্পটি Amazon থেকে কিনে নেওয়া যেতে পারে মাত্র ৬৪৯ টাকায়। এর সঙ্গে পাওয়া যায় ৬ মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনও গোলমাল হলে তা সারিয়ে দেবে সংস্থা। এই Wolf Led লাইটে রয়েছে প্লাস্টিক বডি। তবে এর চেহারা দারুন আকর্ষণীয়। শুধু পড়ার সময় নয়। বরং অন্য যেকোনও সময় এটি টেবিলের সৌর্ন্দর্য বাড়িয়ে তুলতে পারে। শুধু তাই নয়, এর সঙ্গে রয়েছে একটি পেনদানি এবং একটি মিনি স্টোরেজও।
advertisement
Gesto Lamp:
Amazon-এ এই আলোর দাম মাত্র ৩৩০ টাকা। ব্যাটারি চালিত এই আলোটি পোর্টেবল LED আলো। এটি বিদ্যুৎ সাশ্রয় করে থাকে।
সব থেকে বড় বিষয় হল, এটির ঘাড় খুবই নমনীয়। টেবিলে নিজের প্রয়োজন অনুযায়ী একে বেঁকিয়ে নেওয়া যেতে পারে। এর মৃদু আলো চোখের উপর চাপ পড়তে দেয় না। ওজনেও অনেক হালকা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 7:54 PM IST