10 Most Useful Websites: যে কোনও ফরম্যাটে ফাইল ট্রান্সফার থেকে পাসওয়ার্ড হ্যাকিংয়ের তথ্য, যে ১০টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট প্রত্যেকের জানা থাকা জরুরি

Last Updated:

10 Most Useful Websites: এর মধ্যে রয়েছে ডোমেইন, ইউটিলিটি, নেচার-রিলেটেড, সার্চ এবং আরও অনেক ধরনের ওয়েবসাইট যা আমাদের জানা দরকার।

10 Most Useful Websites: আমরা ইতিমধ্যেই ইনফরমেশনের যুগে পৌঁছে গিয়েছি। ইন্টারনেট এখন বিশ্বের সবচেয়ে বড় ও বিস্তৃত তথ্য ভান্ডার। ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে। যদিও অধিকাংশ ক্ষেত্রে জনপ্রিয় ওয়েবসাইটগুলো ছাড়া বাকির আমরা খুব একট খোঁজ রাখি না। এর মধ্যে রয়েছে ডোমেইন, ইউটিলিটি, নেচার-রিলেটেড, সার্চ এবং আরও অনেক ধরনের ওয়েবসাইট যা আমাদের জানা দরকার। আজ এখানে তেমনই ১০টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে খোঁজ রইল।
১. Downdetector: Downdetector.in হল এমন একটি ওয়েবসাইট যা অ্যাপ এবং সার্ভিসের ডাউনটাইম রিপোর্ট দেয়।
২. Have I been pawned: অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য এই সাইটটি কাজ করে।
advertisement
৩. Earth.fm: Earth.fm ওয়েবসাইটে ব্যবহারকারীরা সারা বিশ্বের থেকে ন্যাচারাল সাউন্ডস্কেপ শুনতে পারেন। বিশ্বের যে কোনও এভারগ্লেড বা ন্যাশনাল পার্ক থেকে সাউন্ডস্কেপের প্লেলিস্টও বানানো যায়।
advertisement
৪. Print friendly: যে কোনও ওয়েব পেজকে সহজেই প্রিন্ট করে পিডিএফ করা যায় এই ওয়েবসাইট Printfriendly.com-এর মাধ্যমে।
৫. Pixabay: যে কোনও প্রজেক্ট বা ওয়েবসাইটের জন্য কপিরাইট মুক্ত ছবি বা সাইন ব্যবহার করতে সেরা ওয়েবসাইট হল Pixabay.com।
advertisement
৬. Zamzar: যে কোনও ফাইলকে যে কোনও ফরম্যাটে ট্রান্সফার করতে বা ফরম্যাট করতে এই ওয়েবসাইটটি ব্যবহার করা যায়। ভিডিও, ছবি, ডকুমেন্ট সবই এই ওয়েবসাইটের সাহায্যে ফরম্যাট করা যায়।
৭. Disposablewebpage.com: Disposablewebpage আমাদের ব্যক্তিগত ওয়েবপেজ তৈরি করতে সাহায্য করে যা আমাদের ব্রাউজারে লোকাল ভাবে সেভ করা হয়। এর জন্য কোনও লগইন, কোনও অ্যাকাউন্ট এবং মনে রাখার মতো কোনও পাসওয়ার্ডের দরকার নেই৷
advertisement
৮. Mathway: যে সব শিক্ষার্থীরা একেবারেই অঙ্ক পছন্দ করে না, বা পারে না তাদের জন্য Mathway.com ওয়েবসাইটটি খুবই দরকারি। এটি মূলত বীজগণিত বা অ্যালজেব্রার অঙ্ক সমাধানে দারুন সাহায্য করে।
advertisement
৯. Kiddle: Kiddle এক কথায় বাচ্চাদের Google। বাচ্চাদের জন্য যে কোনও ধরনের কনটেন্ট সার্চ করতে এই ওয়েবসাইটি ব্যবহার করা যেতে পারে।
১০. Tosdr.org: এটি সাধারণত যে কোনও ধরনের উদ্ভট টার্ম এবং কন্ডিশনকে সহজ ভাবে ব্যাখ্যা করে দেয়। এছাড়াও টার্মগুলোকে বিভিন্ন গ্রেগিং সিস্টেমে ভাগ করে ব্যবহারকারীর কাছে তুলে ধরে। গুরুত্বের বিচারে বিভিন্ন টার্ম এবং কন্ডিশনগুলো বিভিন্ন রঙ দ্বারা চিহ্নিতও করে দেয়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
10 Most Useful Websites: যে কোনও ফরম্যাটে ফাইল ট্রান্সফার থেকে পাসওয়ার্ড হ্যাকিংয়ের তথ্য, যে ১০টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট প্রত্যেকের জানা থাকা জরুরি
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement