Oppo Reno 11 বনাম Redmi Note 13 Pro Plus! দাম এবং ফিচারের নিরিখে কোনটা আপনার জন্য সেরা?

Last Updated:

ভারতে দুটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে। এর দাম এবং ফিচার অনেকটাই এক।

Oppo Reno 11 বনাম Redmi Note 13 Pro Plus! দাম এবং ফিচারের নিরিখে কোনটা আপনার জন্য সেরা?
Oppo Reno 11 বনাম Redmi Note 13 Pro Plus! দাম এবং ফিচারের নিরিখে কোনটা আপনার জন্য সেরা?
বর্তমান সময়ে ভারতের বাজার ফোন নির্মাতা কোম্পানিদের কাছে খুবই জনপ্রিয়। এর জন্য বিভিন্ন ধরনের ফোন ভারতের বাজারে লঞ্চ করা হয়। কিছু ফোন নির্মাতা কোম্পানি আবার ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে সরাসরি ভারতেই তাদের ফোন এক্সক্লুসিভ ভাবে লঞ্চ করে থাকে। ভারতে বিভিন্ন দামের ফোনের চাহিদা রয়েছে।
এর মধ্যে বাজেট ফোনের চাহিদা খুব বেশি হলেও, মিড রেঞ্জের ফোনের চাহিদাও খুব একটা কম নয়। আবার বেশি দামের ফোনের চাহিদাও ভারতে রয়েছে। এর জন্য অ্যাপল-সহ অন্যান্য দামি ফোনও ভারতে লঞ্চ করা হয়ে থাকে। এরই মধ্যে ভারতে দুটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে। এর দাম এবং ফিচার অনেকটাই এক।
OPPO Reno 11 এবং Redmi Note 13 Pro+ উভয়ই নতুন স্মার্টফোন। এগুলো সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আমরা এখানে বলতে যাচ্ছি এই দুটি জনপ্রিয় ফোনের মধ্যে পার্থক্য কী, যাতে দুটির মধ্যে যে কোনও একটি নির্বাচন করা গ্রাহকদের পক্ষে সহজ হয়।
advertisement
advertisement
দাম –
Oppo Reno 11 5G-এর দাম ৮জিবি/১২৮জিবি ভ্যারিয়েন্টের জন্য ২৯,৯৯৯ টাকা এবং ৮জিবি/২৫৬জিবি ভ্যারিয়েন্টের জন্য ৩১,৯৯৯ টাকা রাখা হয়েছে। ২৫ জানুয়ারি থেকে এর বিক্রি শুরু হবে। Redmi Note 13 Pro+ সম্পর্কে কথা বললে, এর ৮জিবি/২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা, ১২জিবি/২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা এবং ১২জিবি/৫১২জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। এই ফোনের বিক্রি শুরু হয়েছে।
advertisement
ডিসপ্লে –
Oppo Reno 11 5G-তে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে এবং Redmi Note 13 Pro+-এ ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৬৭-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে।
প্রসেসর –
Oppo-এর ফোন MediaTek Dimensity 7050 প্রসেসরে চলে এবং Redmi-এর ফোন MediaTek Dimensity 7200-Ultra প্রসেসরে চলে।
ক্যামেরা –
ফটোগ্রাফির জন্য, Oppo এর ফোনের পিছনে একটি ৫০MP + ৮MP + ৩২MP ক্যামেরা সেটআপ রয়েছে এবং Redmi এর ফোনের পিছনে একটি ২০০MP + ৮MP + ২MP ক্যামেরা সেটআপ রয়েছে। একই সময়ে, তাদের সেলফির জন্য যথাক্রমে ৩২MP এবং ১৬MP ক্যামেরা রয়েছে।
advertisement
ব্যাটারি
দুটি ফোনেরই ব্যাটারি ৫,০০০mAh। তবে, Oppo ফোনে ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে এবং Redmi ফোনে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oppo Reno 11 বনাম Redmi Note 13 Pro Plus! দাম এবং ফিচারের নিরিখে কোনটা আপনার জন্য সেরা?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement