রয়েছে Hasselblad ক্যামেরা, সঙ্গে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন, ভারতে লঞ্চ হল Oppo Find X8 সিরিজ, দাম ও ফিচার দেখে নিন

Last Updated:

Phone 16 Pro-র Camera Control এর মতো এতে রয়েছে কুইক বাটন। এই কুইক বাটন প্রেস করার পর টাচ-সেন্সিটিভ বাটনে স্লাইড করে জুম করতে পারবেন ইউজার।

রয়েছে Hasselblad ক্যামেরা, সঙ্গে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন, ভারতে লঞ্চ হল Oppo Find X8 সিরিজ! দাম ও ফিচার দেখে নিন
রয়েছে Hasselblad ক্যামেরা, সঙ্গে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন, ভারতে লঞ্চ হল Oppo Find X8 সিরিজ! দাম ও ফিচার দেখে নিন
চলতি সপ্তাহেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে Oppo Find X8 সিরিজ। নতুন এই ফ্ল্যাগশিপ লাইনআপে একাধিক এআই এবং প্রিমিয়াম ফিচার রয়েছে। পাশাপাশি নতুন Hasselblad ক্যামেরার ভার্সন দেওয়া হয়েছে, রয়েছে পেরিস্কোপ লেন্স এবং অত্যাধুনিক জুমিং ক্ষমতা। Oppo এই লাইনআপে MediaTek চিপসেট ব্যবহার করছে সঙ্গে রয়েছে Android 15 ভার্সন।
Phone 16 Pro-র Camera Control এর মতো এতে রয়েছে কুইক বাটন। এই কুইক বাটন প্রেস করার পর টাচ-সেন্সিটিভ বাটনে স্লাইড করে জুম করতে পারবেন ইউজার। বাটনটি ডাবল প্রেস করলে ক্যামেরা তৎক্ষণাৎ চালু হবে অথবা লং প্রেস করে শ্যুট করা যাবে, প্রতি সেকেন্ডে ৭টি ফ্রেম ক্যাপচার হবে।
advertisement
advertisement
ভারতের বাজারে Oppo Find X8 এবং X8 Pro-এর দাম: Oppo Find X8-এর দুটি ভেরিয়েন্ট। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। আর ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে ৭৯,৯৯৯ টাকা। অন্য দিকে, Oppo Find X8 Pro-এর একটিই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে বাজারে। দাম ৯৯,৯৯৯ টাকা। সবকটি মডেলের বিক্রি শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।
advertisement
Oppo Find X8 সিরিজের ফিচার: Find X8 Pro হল Oppo-এর হাইলাইট মডেল। দামও তাই বেশি। এর কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপে দুটি টেলিফটো লেন্স রয়েছে, যে কোনও পরিস্থিতিতে উন্নত জুমিংয়ের সুবিধা দেয়। ডিভাইসে রয়েছে 5910mAh ব্যাটারি, যা ৮০W ওয়্যারড এবং ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে কোয়াড-কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট। মডেলটির ওজন ২১৫ গ্রাম এবং ৮.২৪ মিমি পুরু, ফলে ব্যবহার করাও সহজ।
advertisement
Find X8-এর ডিসপ্লে তুলনামূলকভাবে ছোট, ৬.৫৯ ইঞ্চির। 12GB RAM ভ্যারিয়েন্টের মডেলটিতে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। নিয়ে আসে। ফোনটির ওজন ১৯৩ গ্রাম এবং ৭.৯৮ মিমি পুরু। প্রো-এর তুলনায় তুলনামূলকভাবে হালকা। এতে 5630mAh –এর ব্যাটারি দেওয়া হয়েছে। সব মিলিয়ে কমপ্যাক্ট মডেল।
advertisement
Find X8 সিরিজের দুটি ভেরিয়েন্টেই নতুন MediaTek Dimensity 9400 চিপসেট দেওয়া হয়েছে। 16GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট তুলনামূলকভাবে শক্তিশালী। এই ফোনগুলিতে Android 15 ভিত্তিক ColorOS ভার্সনের সঙ্গে আউট অফ দ্য বক্স আসবে। শুধু তাই নয়, Oppo এই ডিভাইসগুলির জন্য ৫টি OS আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
রয়েছে Hasselblad ক্যামেরা, সঙ্গে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন, ভারতে লঞ্চ হল Oppo Find X8 সিরিজ, দাম ও ফিচার দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement