OnePlus TV: টিভিতে আসছে বদল! OnePlus আনতে চলেছে ৫০ ইঞ্চির স্মার্টটিভি! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
OnePlus TV: OnePlus ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্ট টিভি। ভারতে OnePlus লঞ্চ করছে তাদের নতুন ৫০ ইঞ্চির স্মার্ট টিভি Y17 Pro, যা ৪k ডিসপ্লে যুক্ত।
#নয়াদিল্লি: OnePlus ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্ট টিভি। ভারতে OnePlus লঞ্চ করছে তাদের নতুন ৫০ ইঞ্চির স্মার্ট টিভি Y17 Pro, যা ৪k ডিসপ্লে যুক্ত। OnePlus-এর এই নতুন টিভি Y17 Pro সিরিজের দ্বিতীয় টিভি। এর আগে এই সিরিজের টিভির সাইজ ছিল ৪৩ ইঞ্চি। OnePlus-এর এই ৫০ ইঞ্চির নতুন টিভি OnePlus TV Y17 Pro-এ রয়েছে ৪K ইউএইচডি ডিসপ্লে, অটো লো ল্যাটেন্সি মোড, গামা ইঞ্জিন এবং আরও অনেক কিছু। এক নজরে দেখে নিন OnePlus TV Y17 Pro ফোনের দাম, ফিচার এবং সমস্ত খুঁটিনাটি।
OnePlus TV Y17 Pro এর ফিচার -
৫০ ইঞ্চির OnePlus TV Y17 Pro তে রয়েছে ৪K ইউএইচডি ডিসপ্লে। এর ফলে OnePlus –এর নতুন স্মার্ট টিভিতে পাওয়া যাবে অতিরিক্ত স্বচ্ছতা এবং উন্নত ভিস্যুয়াল। ৫০ ইঞ্চির প্যানেলে রয়েছে ১০ বিট কালার ডেপথ ফিচার যা সাপোর্ট করে বিলিয়নের উপরে কালার। এ ছাড়াও OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে এইচডিআর১০ প্লাস, এইচডিআর১০ এবং এইচএলজি ফরম্যাট। OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে গামা ইঞ্জিন ফিচার। যা সাহায্য করে ভাইব্র্যান্ট কালার এবং ডায়নামিক কন্ট্রাস্টে। এ ছাড়াও OnePlus TV Y17 Pro এর ৫০ ইঞ্চির টিভিতে রয়েছে এমইএমসি টেকনোলজি। OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে দুটি স্পিকার যার টোটাল আউটপুট হল ২৪W।
advertisement
advertisement
৫০ ইঞ্চির OnePlus TV Y17 Pro তে রয়েছে অটো লো ল্যাটেন্সি মোড, যা গেম খেলার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়াও OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে মাল্টিকাস্ট এবং গুগল ডুও সাপোর্ট। এ ছাড়াও এই টিভিতে রয়েছে কিডস মোড, যাতে রয়েছে বয়সভিত্তিক কনটেন্ট। এ ছাড়াও OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে ইকোসিস্টেম ফিচার। এটি কানেক্ট করা যাবে OnePlus বাডসের সঙ্গে।
advertisement
OnePlus TV Y17 Pro এর দাম -
view commentsজনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজনে ৫০ ইঞ্চির OnePlus TV Y17 Pro টিভির দাম ৩২,৯৯৯ টাকা। এ ছাড়াও OnePlus ইন্ডিয়ার অনলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে এই টিভি। এই দামে ৭ জুলাই থেকেই পাওয়া যাবে OnePlus TV Y17 Pro টিভি। এই লঞ্চ অফার ছাড়াও রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ৩,০০০ টাকার ছাড়। এই টিভি কেনা যেতে পারে ৯ মাসের নো কস্ট ইএমআই অপশনে।
Location :
First Published :
July 08, 2022 3:37 PM IST