OnePlus Nord 3: কেঁপে উঠতে চলেছে দেশের স্মার্টফোনের বাজার, Nord 3 5G নিয়ে এবার কোমর বাঁধছে ওয়ান প্লাস
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে যে OnePlus ভারতে তাদের একটি নতুন 5G স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করতে পারে। সেই স্মার্টফোনটি কোম্পানির অফিসিয়াল ইন্ডিয়ান সাইটে ইতিমধ্যেই দেখা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির সমস্ত খুঁটিনাটি।
কলকাতা: একসময়ে নির্ভরযোগ্য মোবাইল ফোন বলতে যে বাজার ধরে রেখেছিল Nokia, এখন তা OnePlus-এর মুঠোয় বললে খুব একটা ভুল বলা হয় না। বিশেষ করে বাজেট স্মার্টফোন লঞ্চের পর থেকে বাজার জুড়ে কেবল একটাই জল্পনা- এর পরে কী করতে চলেছে সংস্থা!
জানা গিয়েছে যে OnePlus ভারতে তাদের একটি নতুন 5G স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করতে পারে। সেই স্মার্টফোনটি কোম্পানির অফিসিয়াল ইন্ডিয়ান সাইটে ইতিমধ্যেই দেখা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির সমস্ত খুঁটিনাটি।
ফোনটি OnePlus-এর ভারতীয় ওয়েবসাইটে দেখা গিয়েছে –
advertisement
টিপস্টার মুকুল শর্মা তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে OnePlus Nord 3 5G সম্পর্কে একটি ট্যুইট শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে OnePlus-এর আসন্ন ফোন, OnePlus Nord 3 5G কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে দেখা গিয়েছে। সুতরাং মনে করা হচ্ছে যে, স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে। টিপস্টার তাঁর টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, একই সঙ্গে OnePlus Nord Buds 2R-ও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- ‘মোকা’ চলে যেতেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী ! বৃষ্টির পূর্বাভাস কবে থেকে এ রাজ্যে, জেনে নিন
OnePlus Nord 3 5G ফোনের দাম –
জানা গিয়েছে যে, OnePlus Nord 3 5G-এর দাম ভারতে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে। ইতিপূর্বে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল যে, ফোনটি ৮০W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ mAh ব্যাটারি ইউনিট যুক্ত।
advertisement

OnePlus Nord 3 5G-এর ফিচার –
OnePlus Nord 3 5G ফোনে একটি ৬.৭ ইঞ্চির ১.৫K AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ Hz এর রিফ্রেশ রেট সহ আসতে পারে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ 5G SoC দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, যা ১৬ GB পর্যন্ত RAM এবং ২৫৬ GB পর্যন্ত স্টোরেজ যুক্ত। এটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে যাতে একটি ৬৪ MP প্রাথমিক সেন্সর, একটি ৮ MP সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে৷ এতে ১৬ MP সেন্সরের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
advertisement
OnePlus Nord 2-এর ফিচার –
এই প্রসঙ্গে একবার OnePlus Nord 2-এর ফিচারও তুলনা করে দেখে নেওয়া যেতে পারে। আগের OnePlus Nord 2 ফোনে রয়েছে ৯০ Hz রিফ্রেশ রেট, ১০৮০ × ২৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ২০:৯ অনুপাত সহ একটি ৬.৪৩ ইঞ্চি ফুল-HD+ ফ্লুইড AMOLED ডিসপ্লে। এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-AI SoC দ্বারা চালিত, ১২ GB পর্যন্ত LPDDR4X RAM-এর সঙ্গে যুক্ত।
advertisement
এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে একটি ৫০ MP Sony IMX766 প্রাথমিক সেন্সর, একটি ৮ MP সেকেন্ডারি সেন্সর এবং একটি ২ MP মোনোক্রোম সেন্সর। এটি ওয়ার্প চার্জ ৬৫ W সাপোর্ট-সহ একটি ৪৫০০ mAh ডুয়াল-সেল ব্যাটারি যুক্ত, যা ৩০ মিনিটের মধ্যে ব্যাটারি ০ থেকে ১০০ শতাংশ চার্জ করার ক্ষমতা রাখে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 2:32 PM IST