অ্যামাজন সেলে স্রেফ ৮৯৯৯ টাকায় OnePlus 12R! কীভাবে পাবেন জেনে নিন
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বাজারে OnePlus 12R-এর আসল দাম ৪২,৯৯৯ টাকা। অ্যামাজন সেখানে ব্যাঙ্ক অফারের সঙ্গে ছাড় দিয়ে ফোন দিচ্ছে ৩৪,৯৯৯ টাকায়।
কলকাতা: অ্যামাজন নিজে বলছে এ ‘Must Have Deal’! সে তো বলবেই, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল বলে কথা, বিক্রি বাড়ানোর কোনও কসুর ই-কমার্স সাইট ছাড়বে না।
তবে, ফোনের মডেল যখন OnePlus 12R, তখন একটু হলেও বিষয়টা বিবেচনা করতেই হয়। স্মার্টফোনের দুনিয়ায় হালে OnePlus খুবই উল্লেখযোগ্য এক ব্র্যান্ড।
দাম যত কমই হোক না কেন, এর বেসিক মডেলও ইউজারের সন্তুষ্টির জন্য পর্যাপ্ত। সেখানে যখন OnePlus 12R-এর প্রসঙ্গ আসে, যা মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টেই পড়ে, তখন ৮৯৯৯ টাকার অফার দেখে চমকে উঠতেই হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- সলমান খানের প্রাক্তন বান্ধবীকে নিয়ে ঝামেলা! বিবাহিত আজহার যা করেছিলেন…
বাজারে OnePlus 12R-এর আসল দাম ৪২,৯৯৯ টাকা। অ্যামাজন সেখানে ব্যাঙ্ক অফারের সঙ্গে ছাড় দিয়ে ফোন দিচ্ছে ৩৪,৯৯৯ টাকায়। এক ধাক্কায় দাম অনেকটাই কম সন্দেহ নেই। তবে, আসল মজা এখনও বাকি। এর সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার।
advertisement
এটাই ফোনের দাম কমিয়ে আনছে ৮৯৯৯ টাকায়। পুরনো ফোন বদলে ২৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কেউ যদি এই ছাড় পুরোটাই পান, তাহলে OnePlus 12R-এর দাম চলতি বছরের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে নেমে আসছে ৮৯৯৯ টাকায়। ফোন বদলে এতটা ছাড় না পেলেও অসুবিধা নেই, ৫৮৩৩ টাকার ইএমআই-এর সুবিধাও রয়েছে।
advertisement
টেক-স্যাভিরা বাজার-মাতানো স্মার্টফোনের মডেল নিয়ে খবর রাখেনই। তাও সংক্ষেপে OnePlus 12R-এর ফিচার দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলের কোচ এবার কে? লাল-হলুদে আসছে ‘বড়’ কেউ! হাওয়া গরম করছে এই ৪ নাম
– LTPO4.0 সাপোর্ট সহ 6.78 ইঞ্চির AMOLED ProXDR ডিসপ্লে। ফলে, অ্যাপ চালানোর সময়েও 1-120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
advertisement
– 16GB পর্যন্ত LPDDR5X র্যাম এবং 256GB স্টোরেজ।
– কোয়ালকোম স্ন্যাপড্র্যাগন 8 জেন 2 চিপসেট, গ্রাফিক্স টাস্কের জন্য যা অ্যাড্রেনো 740 জিপিইউ-এর সঙ্গে যুক্ত।
– প্রধান ক্যামেরায় OIS এবং EIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, সেলফি-ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা
advertisement
– 5,500mAh ব্যাটারি, 100W SUPERVOOC চার্জার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 8:13 PM IST