ইলেকট্রিক স্কুটার নিয়ে সমুদ্রে নেমে গেল ইউটিউবার! ফল যা হল, জেনে হা হয়ে যাবেন

Last Updated:

Ola scooter: ইলেকট্রিক স্কুটার নিয়ে সোজা সমুদ্রে। ইউ টিউবারের ভয়ানক কাণ্ড।

কলকাতা: সমুদ্রে জাহাজ চলে। লঞ্চ কিংবা মাছ ধরার নৌকো নিয়েও সমুদ্রে নামা যায়। কিন্তু ইলেকট্রিক স্কুটার নিয়ে সমুদ্রে! না, হাসির কথা নয়, এমনই কাণ্ড ঘটিয়েছেন এক ইউটিউবার।
ইলেকট্রিক স্কুটারের ওয়াটারপ্রুফ ব্যাটারির দাবি পরীক্ষা করতেই ওলা স্কুটার নিয়ে একেবারে সমুদ্রে নেমে গিয়েছেন তিনি। পরীক্ষায় কি পাস করল ওলার বৈদ্যুতিক স্কুটার?
গত কয়েক মাসে ওলা ইলেকট্রিক স্কুটারের বিক্রি বহুগুণ বেড়েছে। এর মধ্যে ওলা এস১ প্রো হট সেলিং। তবে ওলা ইলেকট্রিক স্কুটারের মান নিয়ে সমালোচনাও কম হয়নি। বিভিন্ন সময়ে একাধিক ছবি সামনে এসেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- মাত্র ২ বছরে মানুষ খুন করবে এআই! বিরাট দাবি, সামনেই নাকি বড় বিপদ!
কখনও চলতে চলতে মাঝখান থেকে ভেঙে গিয়েছে, কখনও আগুন ধরে গিয়েছে ইঞ্জিনে। কিন্তু এতকিছুর পরেও বিক্রিতে আদার ৪৫০এক্স জেন৩, আদার ৪৫০ প্লাস জেন৩, হিরোদের কড়া টক্কর দিচ্ছে ওলা ইলেকট্রিক স্কুটার।
সম্প্রতি ওলা ইলেকট্রিক স্কুটারের সক্ষমতা পরীক্ষা করতে গিয়ে এক ইউটিউবার যে কাণ্ড ঘটালেন তা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। ওলা জানিয়েছে, তাদের ইলেকট্রিক স্কুটারে ওয়াটারপ্রুফ ব্যাটারি লাগানো হয়েছে।
advertisement
এই দাবি কতটা সত্যি তা হাতেকলমে দেখতেই ওলা বাইক চালিয়ে সমুদ্রে নেমে পড়েন ওই ইউটিউবার। নিজের অফিসিয়াল চ্যানেল থেকে সেই ভিডিও পোস্টও করেছেন তিনি।
সমুদ্রের নোনা জলে ওলা এস১ প্রো-র সক্ষমতা পরীক্ষা: ভিডিওতে দেখা যাচ্ছে, সি বিচ ধরে ইলেকট্রিক স্কুটার চালিয়ে আসছেন এক ব্যক্তি। তারপর ধীরে ধীরে সেই স্কুটার নিয়েই নেমে পড়লেন সমুদ্রে।
advertisement
আরও পড়ুন- ইয়ারফোন এমন বিপদ ডেকে আনতে পারে! যুবকের সঙ্গে যা হল, ভয়ানক কাণ্ড
এর থেকে যে শট সার্কিট হতে পারে সে খেয়ালও তাঁর নেই। ক্রমশ সমুদ্রের গভীরে যাচ্ছেন তিনি। এক সময় গোটা স্কুটারটাই জলের তলায়। শুধু হ্যান্ডেলটাই ভেসে আছে।
রেজাল্ট: এবার সমুদ্র থেকে বেরিয়ে আসার পালা। ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুটার চালিয়ে সমুদ্র থেকে বিচে উঠে আসছেন তিনি। সঙ্গে চলছে ধারাবিবরণী। ইভি ঠিক আছে তো? ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, ‘হর্ন, ইন্ডিকেটর এবং টাচ স্ক্রিন সব ঠিকঠাক কাজ করছে’।
advertisement
এছাড়া ওলা এস১ প্রো-র রেঞ্জ টেস্টও নিয়েছেন এই ইউটিউবার। একবার ফুল চার্জে ১৭৭ কিমি পাড়ি দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত মাসে ৩৫ হাজার ইউনিট ওলা ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে, যা এক মাসে বিক্রির হিসেবে সর্বোচ্চ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ইলেকট্রিক স্কুটার নিয়ে সমুদ্রে নেমে গেল ইউটিউবার! ফল যা হল, জেনে হা হয়ে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement