#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই এককের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭২ মিলিয়নের কাছাকাছি ৷জিও গ্রাহকদের জন্য ফের সুখবর ৷ সূত্রের খবর, এবার এয়ার এশিয়ার আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানে ১৫ শতাংশ ছাড় পেতে চলেছে ৭২ মিলিয়ন বা সাত কোটিরও বেশি জিও গ্রাহকরা ৷ এয়ার এশিয়ার মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট কাটবেন তারা পেয়ে যাবেন এই বিশেষ ছাড় ৷ তবে ২০ জুন ২০১৭ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৭ সময়সীমার মধ্যে এয়ার এশিয়ার যে কোনও উড়ানে এই বিশেষ সুবিধা পাবেন শুধুমাত্র জিও গ্রাহকরাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 15% discount on AirAsia tickets, AirAsia tickets, Bengali News, Dhan Dhana Dhan Offer, Free Offer, Jio, Jio 'Summer Surprise' Offer Cancelled, Jio SIM, Mukesh Ambani, Reliance Jio plan subscribers to get 15% discount, Reliance Jio#Summer Offer, Summer Surprise'