Nothing Phone 2a-র ডিজাইন ফাঁসের খবর ভুয়ো! কেনার আগে যে বদলগুলো আপনাকে জানতেই হবে

Last Updated:

আশ্চর্যের বিষয় হল, ভাইরাল ছবিতে নাথিংয়ের সিগনেচার ফিচার গ্লাইফ লাইট দেখা যাচ্ছে না।

Nothing Phone 2a-র ডিজাইন ফাঁসের খবর ভুয়ো! কেনার আগে যে বদলগুলো আপনাকে জানতেই হবে
Nothing Phone 2a-র ডিজাইন ফাঁসের খবর ভুয়ো! কেনার আগে যে বদলগুলো আপনাকে জানতেই হবে
চলতি মাসেই বাজারে আসছে Nothing Phone 2a। তবে এখনও পর্যন্ত কোম্পানির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর মধ্যেই ফাঁস হয়ে গেল ফোনের নয়া ডিজাইন। ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আশ্চর্যের বিষয় হল, ভাইরাল ছবিতে নাথিংয়ের সিগনেচার ফিচার গ্লাইফ লাইট দেখা যাচ্ছে না।
ফোনের দাম কমানোর জন্য হাইলাইট ফিচার বাদ দেওয়ার ঘটনায় অবাক ইউজাররা। ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফোনের ব্যাক প্যানেলের রেন্ডার ফিচার্সে আমূল বদল এসেছে, নতুন ডিজাইন করা হয়েছে। কিন্তু গ্লাইফ লাইটনিং ইন্টারফেসের অস্তিত্ব নেই। নাথিং ফোন১-এ এটাই ছিল মূল আকর্ষণ।
advertisement
advertisement
এখন জানা যাচ্ছে, ফাঁস হওয়া ডিজাইন আসল নয়। Nothing Phone 2a-তেও গ্লাইফ লাইট থাকবে। Nothing Phone 2a-র পিছনে এলইডি লাইট তো থাকছেই। সঙ্গে নাথিং ওএস প্ল্যাটফর্মের জন্য আরও কাস্টমাইজেশন ফিচার থাকারও ইঙ্গিত মিলেছে।
প্রিমিয়াম ডিভাইসে খুব একটা ফোকাস করেনি নাথিং। তবে ‘এ’ মনিকারের ভ্যারিয়েন্ট থেকে বোঝা যাচ্ছে, ব্র্যান্ড আক্রমণাত্মক কিছু করার জন্য প্রস্তুত। কিছু ফিচার্স বাদ যেতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে গ্লাইফ লাইট থাকছেই।
advertisement
Nothing Phone 2a-র মিডিয়াটেক ডাইমেনসিটিতে ৭২০০ চিপ রাখা হবে বলে আশা করা হচ্ছে। সঙ্গে মিলবে ১২০ এইচজেড রিফ্রেশ রেট-সহ ওএলইডি ডিসপ্লে। টেক বিশেষজ্ঞদের অনুমান, নতুন নাথিং ফোনে ৫০ মেগাগাপিক্সেল স্যামসং এস৫জেজিএন৯ সেন্সর-সহ একটি ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার ১/১.৫ ইঞ্চির সেন্সর এবং ১.০ মাইক্রন পিক্সেল থাকবে। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।
advertisement
অন্য দিকে, সেকেন্ডারি আল্ট্রাওয়াইড লেন্সটি ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন১ আল্ট্রাওয়াইড ইউনিট হতে পারে। সঙ্গে অত্যাধুনিক ব্যাটারি, যাতে ৪৫ ডব্লিউ গতিতে চার্জ হবে। জানা গিয়েছে, কোম্পানি হাই-এন্ড স্পেসিফিকেশনগুলি কমিয়ে ডিভাইসের দাম কমানোর কথা ভাবছে। যেমন Nothing Phone 2a থেকে ওয়্যারলেস চার্জিং ফিচার সরিয়ে নেওয়া হতে পারে। এক্স প্ল্যাটফর্মে টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, Nothing Phone 2a-র দাম হতে পারে ৪০০ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,২০০ টাকা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nothing Phone 2a-র ডিজাইন ফাঁসের খবর ভুয়ো! কেনার আগে যে বদলগুলো আপনাকে জানতেই হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement