ফিরছে নোকিয়ার ক্লাসিক স্নেক গেম! খেলা যাবে ফেসবুকে, বিনা পয়সায়
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Nokia classis snake game: স্নেক গেম ফিরছে আবার।
কলকাতা: নোকিয়ার সেই জনপ্রিয় সাপের খেলা অর্থাৎ স্নেক গেমের কথা মনে আছে? যাঁদের মনে আছে এবং যাঁদের মনে নেই তাদের সকলের জন্যই রয়েছে সুখবর। কারণ নোকিয়ার সেই জনপ্রিয় গেমটি এবার খেলা যাবে বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে।
শুনতে আজব লাগলেও জানা গিয়েছে যে, ফেসবুকের ইউজাররা এখন নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকেই খেলতে পারবেন জনপ্রিয় নোকিয়ার স্নেক গেম।
এইচএমডি গ্লোবাল নোকিয়ার এই ক্লাসিক স্নেক গেমটি বিশ্বব্যাপী সকল ফেসবুক ইউজারদের জন্য ব্যাপকভাবে উপলব্ধ করে দিয়েছে। স্নেক গেম ফেসবুকে একটি নতুন এআর ফিল্টার রয়েছে যা সামাজিক প্ল্যাটফর্মের ক্যামেরা অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ওয়াশিং মেশিন কিনবেন? টপ লোড নাকি ফ্রন্ট! কোনটা কিনলে লাভ, দেখে নিন
এই AR ফিল্টারটি শুধুমাত্র Nokia নয়, Android এবং iOS এবং সমস্ত স্মার্টফোন ইউজারদের জন্য উপলব্ধ। এই গেমটি ‘স্নেক মাস্ক’ নামে একটি এআর ফিল্টার হিসেবে পাওয়া যাবে। ‘স্নেক রিয়েল ওয়ার্ল্ড’-এ গেমটি খেলা যাবে ক্লাসিক হিসাবে পরিষ্কার এবং সহজ ভাবে।
advertisement
অন্য দিকে, AR সংস্করণটি বরং ভয়ঙ্কর এবং অদ্ভুত হতে পারে। কারণ এআর ফিল্টার ইউজারদের মুখকে একটি বিশাল সবুজ সাপে পরিণত করবে, যা গ্রাফিক্স কনট্রার মতো গেমকে মনে করিয়ে দেয়।
Android এবং iOS-এ ফেসবুক অ্যাপটিকে এর সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে –
জনপ্রিয় নোকিয়ার এই ক্লাসিক স্নেকগেমটি খেলার জন্য ফেসবুক অ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে। Android এবং iOS দুটি ক্ষেত্রেই ফেসবুকের সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে এই গেম খেলার জন্য। এরপর এই গেম খেলার জন্য নিম্নলিখিত উপায়গুলি অনুসরণ করতে হবে –
advertisement
– এর জন্য প্রথমেই অ্যাপের উপরের বাম কোণে অবস্থিত Facebook ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে।
– এরপর ফিল্টার আইকনটি সিলেক্ট করতে হবে এবং সবুজ সাপের ফিল্টারটি সার্চ করতে হবে।
আরও পড়ুন- ২৮ বছরের পুরনো এই অ্যাপ আর থাকবে না উইন্ডোজে! বড় সিদ্ধান্ত
– ‘স্নেক মাস্ক’ ফিল্টার সেলফি ক্যামেরার মাধ্যমে অ্যাক্সেসযোগ্য হবে। প্রতিটি এআর ফিল্টারের মতো, এটিতেও একটি ফিচার রয়েছে যেখানে সাপের জিভ বেরিয়ে আসে, যখন ইউজাররা নিজেদের মুখ খুলবেন।
advertisement
‘স্নেক রিয়েল ওয়ার্ল্ড’-এর জন্য এটি পিছনের ক্যামেরার মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। এখানে ইউজাররা নিজেদের সাপে পরিণত করে এবং খাওয়ার মাধ্যমে গেমটি খেলতে পারে। আপেল যখন ইউজারদের পথে আসবে তখন তা খাওয়া যেতে পারে।
ইউজাররা ফেসবুক লাইভের মাধ্যমে তাঁদের স্নেক গেমপ্লে লাইভস্ট্রিম করতে পারেন এবং মাল্টি-প্লেয়ার সক্রিয় করতে তাঁদের বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। এছাড়াও বিকল্প উপায়ে ইউজাররা মেসেঞ্জারেও স্নেক গেম খেলতে পারবেন।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 2:07 PM IST