ভারতে নয়া রূপে নোকিয়া ৩৩১০-র কামব্যাক !

Last Updated:

বেঁটে খাটো বুড়োটে মোটা ৷ দেখতেও সেরকম ভালো নয় ৷ ২০১৭ সালে স্মার্টফোন আর ৪জির বাজারে দাঁড়িয়ে নোকিয়ার এই ফোনটিকে নিয়ে কত অভিযোগই না তোলা যেতে পারে ৷

#নয়াদিল্লি: বেঁটে খাটো বুড়োটে মোটা ৷ দেখতেও সেরকম ভালো নয় ৷ ২০১৭ সালে স্মার্টফোন আর ৪জির বাজারে দাঁড়িয়ে নোকিয়ার এই ফোনটিকে নিয়ে কত অভিযোগই না তোলা যেতে পারে ৷ কিন্তু নোকিয়ার আইকনিক সেট ৩৩১০-র তাতে বয়েই গেল ৷ গত কয়েক বছরে কত হ্যান্ডসেট এল আবার হারিয়েও গেল ৷ কিন্তু ৩৩১০-র উন্মাদনার ধারেকাছে পৌঁছাতে পারল না কেউই ৷ নোকিয়াকে অধিগ্রহণ করার পর নস্ট্যালজিয়া বিপণনের সুযোগ হাতছাড়া করছে না HMD Global ৷ তাই বহু প্রতিক্ষার পর একাধিক ফিচার্স নিয়ে ভারতের বাজারে কামব্যাক করল নোকিয়া ফিচার ফোন ৷ অফলাইনে ১৮ মে কিনতে পারা যাবে হ্যান্ডসেটটি ৷
তবে নোকিয়া ৩৩১০-র পুনরাগমন হচ্ছে নতুন রূপে ৷ ঘোষণা করা হয়েছিল আগেই ৷ এবার আরও রঙিন হ্যান্ডসেটটির উদ্বোধন করা হয়েছিল ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, চারটি নতুন রঙে ফোনটি পাওয়া যাবে - লাল, হলুদ, ডার্ক ব্লু ও গ্রে ৷
advertisement
হ্যান্ডসেটির মূল্য ৩,৩১০ টাকা ৷ যেমন শক্তপোক্ত বডি, তেমন ব্যাটারি লাইফ। একবার চার্জ দিলেই চলে যাবে বেশ কয়েক ঘণ্টা ৷ এই সেটটিতে বাড়তি পাওনা বলতে ২ মেগাপিক্সেলের ফ্ল্যাশ ক্যামেরা। বাকি সবই রয়েছে আগের মতো। ফোনটি তে থাকছে সকলের প্রিয়  'Snake' গেমটি ৷ মে মাস নাগাদ ফোনটি ভারতীয় বাজারে মিলবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
advertisement
ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চি কালার ডিসপ্লে,  মিউজ়িক, এফএম, লাউডস্পিকার, রিংটোন, ৩.৫ MM অডিও জ্যাক, ডুয়াল সিম (GSM), ইন্টারনাল মেমোরি ১৬ MB, এক্সপেন্ডেবল মেমোরি ৩২ GB পর্যন্ত, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ডিজিটাল জ়ুম, রেজ়লিউশন ১৬০০x১২০০, LED ফ্ল্যাশ,১২০০ MH (রিপ্লেসেবল)৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে নয়া রূপে নোকিয়া ৩৩১০-র কামব্যাক !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement