হোম /খবর /প্রযুক্তি /
Noise -এর নতুন ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ এ বার ভারতেও! জানুন দাম

Noise -এর নতুন ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ এ বার ভারতেও

Noise: ভারতে Noise কোম্পানির ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচের দাম শুরু হয়েছে ১,৯৯৯ টাকা থেকে।

  • Share this:

#নয়াদিল্লি: এ দেশে অনেকদিন ধরেই জনপ্রিয় হতে শুরু করেছে বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ। আর এই জনপ্রিয়তার কারণে বিভিন্ন ডিজিটাল কোম্পানি ভারতে লঞ্চ করে চলেছে তাদের স্মার্টফোন, স্মার্টওয়াচ।শুক্রবার ভারতে লঞ্চ করা হল আরও একটি উন্নত ও আধুনিক স্মার্টওয়াচ। ডোমেস্টিক টেক লাইফস্টাইল ব্র্যান্ড Noise এ দেশে নিয়ে এল তাদের নতুন স্মার্টওয়াচ। Noise ভারতে লঞ্চ করেছে তাদের নতুন ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ। ভারতে Noise কোম্পানির ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচের দাম শুরু হয়েছে ১,৯৯৯ টাকা থেকে। Noise কোম্পানির ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ই-কমার্স প্ল্যাটফর্মে। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Noise কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে gonoise.com-এ পাওয়া যাচ্ছে এই ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ।

Noise কোম্পানির ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার -

ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে ১.৬৯ ইঞ্চির টিএফটি (TFT) এলসিডি (LCD) স্ক্রিন। ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে প্রায় ৬০ টি স্পোর্টস মোড। ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে এসপি০২ (Sp02)মনিটর, ১৫০ ওয়াচ ফেসেস, আইপি৬৮ (IP68) রেটিং। ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন ধরনের হেলথ স্যুট ফিচার। এর মধ্যে রয়েছে হার্ট রেট মনিটর, স্ট্রেস মনিটর, স্লিপ মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার।

ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে নয়েসফিট অ্যাপ। এর মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করা যাবে নিজেদের ফিটনেস প্রোগ্রাম। ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ একবার চার্জ দিলে একটানা প্রায় ৭ দিন ধরে চলবে। Noise কোম্পানির তরফে জানানো হয়েছে যে ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে মাত্র ১৫ মিনিটে চার্জ হবে প্রায় ১,৫০০ মিনিট। এ ছাড়াও ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ হল একটি ওয়াটারপ্রুফ স্মার্টওয়াচ। এর ফলে সাঁতার কাটার সময়েও এটি পরে থাকা সম্ভব। ইউজারদের সুইমিং সেশন বেটার করে তোলার জন্য ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার।

আরও পড়ুন: জিও, এয়ারটেল না ভোডাফোন ? দেখে নিন কাদের রয়েছে সেরা প্রিপেড প্ল্যান

Noise কোম্পানির কো-ফাউন্ডার অমিত খাত্রি (Amit Khatri) জানিয়েছেন যে, ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ নিয়ে আসা হয়েছে ফিটনেসের কথা মাথায় রেখে। ফিটনেসের জন্য এই ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রাখা হয়েছে বিভিন্ন ধরনের উন্নত ও আধুনিক ফিচার। কম দামের মধ্যে ইউজারদের বেটার এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে ব্যাবহার করা হয়েছে হাইটেক টেকনোলজি। এর মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সহজেই ট্র্যাক করতে পারবে।

Published by:Piya Banerjee
First published:

Tags: Noise