Jio, Airtel & Vi 5G: জিও, এয়ারটেল না ভোডাফোন ? দেখে নিন কাদের রয়েছে সেরা প্রিপেড প্ল্যান
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Jio, Airtel & Vi 5G: এক নজরে দেখে নেওয়া যাক জিও, এয়ারটেল এবং ভোডাফন আইডিয়ার ৮৪ দিনের প্রিপেড প্ল্যান।
ভারতের বৃহৎ টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) কয়েক মাস আগেই প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়েছে তাদের প্রিপেড প্ল্যানের দাম। কিন্তু এই সকল জনপ্রিয় টেলিকম কোম্পানির কয়েকটি পকেট ফ্রেন্ডলি প্রিপেড প্ল্যান রয়েছে। কম দামের সেই প্রিপেড প্ল্যানে আবার কাটছাঁট করা হয়েছে বেনিফিট এবং ভ্যালিডিটি পিরিয়ড।
advertisement
advertisement
রিলায়েন্স জিওর এই ৬৬৬ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। সুতরাং ৬৬৬ টাকার এই প্ল্যানে ইউজাররা ৮৪ দিনে মোট ১২৬ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবে। এছাড়াও ৬৬৬ টাকার এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের (SMS) সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্রিপেড প্ল্যানে জিও সিনেমা (Jio Cinema), জিও টিভির (Jio TV) সুবিধা পাওয়া যাবে। এছাড়াও রিলায়েন্স জিও অন্য দুটি জনপ্রিয় প্রিপেড প্ল্যান রয়েছে।
advertisement
এর মধ্যে একটি হল ৭১৯ টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি হল ৮৪ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। সুতরাং ৭১৯ টাকার এই প্ল্যানে ইউজাররা ৮৪ দিনে মোট ১৬৮ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবে। এছাড়াও ৭১৯ টাকার এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের (SMS) সুবিধা পাওয়া যাবে।
advertisement
advertisement
এছাড়াও জিওর একটি ১,১৯৯ টাকার প্ল্যান রয়েছে, যার ভ্যালিডিটি ৮৪ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের (SMS) সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্রিপেড প্ল্যানে জিও সিনেমা (Jio Cinema), জিও টিভির (Jio TV) সুবিধা পাওয়া যাবে।
advertisement
এয়ারটেলের কয়েকটি প্ল্যান রয়েছে ৮৪ দিনের। তাদের ৭১৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ করে ডেটা পাওয়া যাবে। এছাড়াও ৬৯৯ টাকার এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের (SMS) সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে অ্যামাজন প্রাইম (Amazon Prime) ভিডিওর সুবিধা পাওয়া যাবে।
advertisement
এয়ারটেলের ৮৩৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি (GB) করে ডেটা পাওয়া যাবে। এছাড়াও ৮৩৯ টাকার এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের (SMS) সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে ডিজনিপ্লাস হটস্টার মোবাইল এবং প্রাইম ভিডিওর সুবিধা পাওয়া যাবে
advertisement
advertisement